TRENDING:

Supreme Court on Sonam Wangchuk: অবিলম্বে মুক্তির দাবি, সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রীর আর্জি শুনে কী বলল সুপ্রিম কোর্ট?

Last Updated:

জাতীয় নিরাপত্তা আইনে সোনম ওয়াংচুকের গ্রেফতারির প্রতিবাদ করে সুপ্রিম কোর্টে মামলা করেন তাঁর স্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আপাতত স্বস্তি পেলেন না জেলবন্দি লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক৷ আগামী ১৪ অক্টোবর পর্যন্ত জেলেই বন্দি থাকতে হচ্ছে তাঁকে৷ ধৃত সমাজকর্মীর স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার, লাদাখের প্রশাসন এবং যোধপুর জেল কর্তৃপক্ষকে নোটিস এ দিন নোটিস জারি করেছে শীর্ষ আদালত৷
স্বস্তি পেলেন না সোনম ওয়াংচুক৷
স্বস্তি পেলেন না সোনম ওয়াংচুক৷
advertisement

জাতীয় নিরাপত্তা আইনে সোনম ওয়াংচুকের গ্রেফতারির প্রতিবাদ করে সুপ্রিম কোর্টে মামলা করেন তাঁর স্ত্রী৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আনজারিয়ার ডিভিশন বেঞ্চে এ দিন সোনম ওয়াংচুকের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিও শুরু হয়৷

কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে জানান, যে আদেশের উপর ভিত্তি করে সোনম ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে তার প্রতিলিপি ধৃত সমাজকর্মী এবং তাঁর পরিবারকে দেওয়া হয়েছে৷ যদিও ওয়াংচুকের স্ত্রীর আইনজীবী কপিল সিব্বল পাল্টা দাবি করেন, এ রকম কোনও নির্দেশের প্রতিলিপি ওয়াংচুক অথবা তাঁর পরিবারকে দেয়নি পুলিশ৷ এই মুহূর্তে যোধপুর সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন সোনম ওয়াংচুক৷ সোনম ওয়াংচুককে এই পদ্ধতিতে গ্রেফতারির বিরোধিতা করেন সিব্বল৷

advertisement

বিচারপতি অরবিন্দ কুমার অবশ্য জানান, যে নির্দেশের উপরে ভিত্তি করে সোনম ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে, সেই নথি অবশ্যই হাতে পাবেন ধৃত সমাজকর্মীর স্ত্রী৷ মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ অক্টোবর৷

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যের গর্ব! জুনিয়র ওয়ার্ল্ড কাপে বাজিমাত অভিনবের
আরও দেখুন

গত মাসের শেষ দিকে পৃথক রাজ্যের স্বীকৃতি এবং সংবিধানের ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তির দাবিতে শুরু হওয়া বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছিল লাদাখ৷ অশান্তির জেরে মৃত্যু হয় চার জনের৷ এর দু দিনের মধ্যেই গত ২৬ সেপ্টেম্বর সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করেন লেহ-র কমিশনার৷ জাতীয় নিরাপত্তা আইনের ৩(২) ধারায় তাঁকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারির পর তাঁকে যোধপুরের সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়৷ স্বামীর এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে এবং অবিলম্বে ওয়াংচুকের মুক্তি দাবি করে গত ৩ অক্টোবর সুপ্রিম কোর্টে মামলা করেন ধৃত সমাজকর্মীর স্ত্রী গীতাঞ্জলি আংগমো৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on Sonam Wangchuk: অবিলম্বে মুক্তির দাবি, সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রীর আর্জি শুনে কী বলল সুপ্রিম কোর্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল