গোটা দেশের যে কোনও প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা প্রশ্ন করতে পেরেছে এই ওয়েবিনারের মাধ্যমে। ট্যুইটারে #educationministergoeslive, এই হ্যাশট্যাগ ব্যবহার করে, ছাত্র-ছাত্রীরা ২০২১ সালের সিবিএসই পরীক্ষা, জেইই মেইন এবং নিট সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করেন। কিছু ছাত্র সিবিএসই পরীক্ষার সিলেবাস কমানো হবে কী না সে বিষয়েও প্রশ্ন করেন। কেউ কেউ আবার মন্ত্রীর কাছে আর্জি জানান পরীক্ষার তারিখ ঘোষণা করার জন্য।
advertisement
মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন এবং নিট-এর সিলেবাস সম্পর্কেও অনেক ছাত্র কথা বলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। এছাড়া ছাত্রদের তরফ থেকে আবেদন ছিল, পরীক্ষা স্থগিত রাখার জন্য। ছাত্রদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, তারা যদি এই পরিস্থিতিতে ল্যাব-ওয়র্ক করতে স্কুলে না যেতে পারে, তাহলে এবছর প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মন্ত্রী বলেছেন, “এ বিষয়ে আমরা আলোচনা করে দেখব।”
ছাত্রদের তরফ থেকে আবেদন আসে পরীক্ষার সিলেবাস ১০-২০ শতাংশ কমিয়ে দেওয়ার জন্য। এর উত্তরে রমেশ পোখরিয়াল বলেছেন, “সিবিএসই বোর্ড ইতিমধ্যেই মোট সিলেবাস থেকে ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে।” তিনি বলেন, “যদি পরিস্থিতির উন্নতি না হয় এবং পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রে ভেবে দেখা হবে বিষয়টি।”
Antara Dey