TRENDING:

অনুমোদন ছাড়াই খাদি ক্যালেন্ডারে গান্ধিকে সরিয়ে চরকায় মোদি

Last Updated:

দেশজোড়া বিতর্কে নতুন ঘি ঢালল প্রধানমন্ত্রীর দফতর ৷ খাদি ক্যালেন্ডার ও ডায়েরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরকা চালানো ছবি দেখার পর সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশজোড়া বিতর্কে নতুন ঘি ঢালল প্রধানমন্ত্রীর দফতর ৷ খাদি ক্যালেন্ডার ও ডায়েরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরকা চালানো ছবি দেখার পর সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে ৷ জাতির জনক মহাত্মা গান্ধিকে সরিয়ে তাঁর জায়গা নিতে চাইছেন মোদি, আক্রমণ শানান বিরোধীরা ৷ কিন্তু এর কোনও তথ্যই নেই প্রধানমন্ত্রীর দফতরের কাছে ৷
advertisement

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, খাদি গ্রাম শিল্প কমিশনের নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরিতে নরেন্দ্র মোদির ছবি কোনও অনুমোদন ছাড়াই ব্যবহার করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দফতরের কাছে এসবের কোনও তথ্যই ছিল না ৷

গোটা দেশে খাদির ক্যালেন্ডারে মোদির ছবি আলোচ্য হয়ে ওঠায় বিষয়টি নজরে আসে PMO-র ৷ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের কাছে এই ঘটনা সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দফতর ৷

advertisement

খাদি গ্রাম শিল্প কমিশনের চেয়ারম্যান বিনয়কুমার সাক্সেনা জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে খাদির অগ্রগতিতে নরেন্দ্র মোদির অবদানকে সম্মান জানাতেই তাঁর ছবি ব্যবহার করা হয় খাদির ক্যালেন্ডার ও ডায়েরিতে ৷ তবে অনুমোদন নেওয়ার প্রশ্নে তাঁর প্রতিক্রিয়া, এর আগেও বহুবার খাদির ক্যালেন্ডার অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে ৷

মহাত্মা গান্ধিকে বাদ দিয়ে তাঁর জায়গা নিয়েছেন নরেন্দ্র মোদি ৷ গান্ধি নয়, চরকার পিছনে বসে এবার সুতো কাটছেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ খাদি গ্রাম শিল্প কমিশনের নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরিতে চিরাচরিত মহাত্মা গান্ধির বদলে সেখানে চরকার পিছনে রয়েছেন ‘নমো’ ৷ এই ছবি নিয়েই তুঙ্গে ওঠে বিতর্ক ৷

advertisement

কেভিআইসি ক্যালেন্ডার, বিজ্ঞাপন ও টেবিল ডায়েরিতে চিরকালই মহাত্মা গান্ধির চরকা কাটার ছবি দেখা গিয়েছে ৷ এবার সেই একই ভাবে খাটো ধুতির বদলে ওয়েস্ট কোট, পাজামা-কুর্তা পরে আধুনিক চরকায় মোদির সুতো কাটার ছবি ছাপিয়েছে কেভিআইসি ৷ কর্তৃপক্ষের এই পদক্ষেপে ক্রুদ্ধ খোদ সংস্থার কর্মীরাই ৷ অন্যদিকে, বিরোধী দলগুলিও মোদির এই পদক্ষেপকে আরও একবার স্বৈরাচারী বলে আখ্যা দেন ৷ তাদের বক্তব্য, এতে জাতির জনক গান্ধিজিকে চুড়ান্ত অপমান করেছেন নরেন্দ্র মোদি ৷

advertisement

নরেন্দ্র মোদির নতুন অবতারের প্রতিবাদ জানিয়ে ট্যুইট করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মহাত্মা গান্ধির ছবির জায়গায় নিজের ছবি ব্যবহার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রবল সমালোচনা করেন তিনি ৷ ট্যুইটে তিনি লেখেন, ‘গান্ধিজি জাতির জনক, মোদি কে?’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিতর্কের প্রথম থেকেই বিজেপির দাবি ছিল, ‘প্রধানমন্ত্রী খাদির প্রচারক মাত্র ৷ মহাত্মার গান্ধির জায়গা কেউ নিতে পারে না ৷ এই নিয়ে অযথা রাজনীতি হচ্ছে ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অনুমোদন ছাড়াই খাদি ক্যালেন্ডারে গান্ধিকে সরিয়ে চরকায় মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল