TRENDING:

‘‘ দলিত-উন্নয়ন সরকারের দায়িত্ব, তা পালন করছে সরকার..’’ দাবি মোদির

Last Updated:

দলিত বিক্ষোভ নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ঘুরপথে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দলিত বিক্ষোভ নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ঘুরপথে। এদিন সংসদ ভবনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিআর আম্বেদকরের দেখানো পথেই চলছেন তাঁরা । সমাজের পিছনের সারিতে থাকা মানুষের উন্নয়ন সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালন করছে। দলিত ইস্যুতে সরকারের ওপর চাপ জারি রেখেছে বিরোধীরা। প্রয়োজনে তফসিলি আইন সংশোধনের জন্য বাজেট অধিবেশনের সময়সীমা বাড়ানোর দাবি তুলেছে তারা।
advertisement

দলিতদের বনধ, বিক্ষোভ ঘিরে দেশের একাংশে হিংসা। ১০ জনের মৃত্যু। কিন্তু তাও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষও করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। অবশেষে দুদিন পর সংসদ ভবনের এক অনুষ্ঠানে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর দাবি, দলিতদের উন্নয়নে তাঁর সরকার যা করেছে তা অন্য কোনও সরকার করেনি।

advertisement

সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যা বলতে পারেননি এদিন কর্ণাটকের এক নির্বাচনী জনসভায় বলেছেন বিজেপি সভাপতি।

শাসকের দলিত-অস্বস্তি বাড়াতে একযোগে রণনীতি তৈরি করছে বিরোধীরাও। বুধবার চোদ্দটি বিরোধী দল সিদ্ধান্ত নিয়েছে, দলিত নিগ্রহ রোধ আইন সংশোধন নিয়ে সংসদে আলোচনা চান তারা। প্রয়োজনে তারা অধিবেশনের মেয়াদ বাড়ানোর দাবিও তুলেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দলিত নিগ্রহ রোধ আইনে যে বিস্তর ফাঁকফোকর রয়েছে তা আদালতের নির্দেশ এবং পর্যবেক্ষণেই পরিষ্কার। দলিত রায়ের ওপর সরকারের স্থগিতাদেশের আর্জি খারিজ করেছে শীর্ষ আদালত। দশ দিন পর ফের শুনানি। সরকারের আশঙ্কা, আদালতে ফের যেন মুখ না পোড়ে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ দলিত-উন্নয়ন সরকারের দায়িত্ব, তা পালন করছে সরকার..’’ দাবি মোদির