দলিতদের বনধ, বিক্ষোভ ঘিরে দেশের একাংশে হিংসা। ১০ জনের মৃত্যু। কিন্তু তাও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষও করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। অবশেষে দুদিন পর সংসদ ভবনের এক অনুষ্ঠানে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর দাবি, দলিতদের উন্নয়নে তাঁর সরকার যা করেছে তা অন্য কোনও সরকার করেনি।
advertisement
সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যা বলতে পারেননি এদিন কর্ণাটকের এক নির্বাচনী জনসভায় বলেছেন বিজেপি সভাপতি।
শাসকের দলিত-অস্বস্তি বাড়াতে একযোগে রণনীতি তৈরি করছে বিরোধীরাও। বুধবার চোদ্দটি বিরোধী দল সিদ্ধান্ত নিয়েছে, দলিত নিগ্রহ রোধ আইন সংশোধন নিয়ে সংসদে আলোচনা চান তারা। প্রয়োজনে তারা অধিবেশনের মেয়াদ বাড়ানোর দাবিও তুলেছেন।
দলিত নিগ্রহ রোধ আইনে যে বিস্তর ফাঁকফোকর রয়েছে তা আদালতের নির্দেশ এবং পর্যবেক্ষণেই পরিষ্কার। দলিত রায়ের ওপর সরকারের স্থগিতাদেশের আর্জি খারিজ করেছে শীর্ষ আদালত। দশ দিন পর ফের শুনানি। সরকারের আশঙ্কা, আদালতে ফের যেন মুখ না পোড়ে।