ইতিমধ্যেই তথ্য কমিশন এই সব সরকারি দফতরগুলিকে নোটিশ পাঠিয়ে কারণ দর্শাতে বলেছে। জানতে চেয়েছে কেন সরকারি দফতরগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
ইনফরমেশান কমিশনার ভঞ্জ এন শর্মা বলছেন, এই অ্যাপের সংশ্লিষ্ট ওয়েবসাইটে বলা হচ্ছে এই অ্যাপটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং মাইগভ। সেক্ষেত্রে মুখ্য তথ্য আধিকারিককেই জানাতে হবে কেন তাদের কাছে এই অ্যাপ সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। সাইটে সরকারি দফতরের নাম লেখা থাকলেও কেন কোনও তথ্যই দিতে পারছে না সংস্থা, জানাতে হবে সেই তথ্যও।
advertisement
প্রসঙ্গত কোভিড লকডাউন শুরু হওয়ার সময়েই এই অ্যাপ তৈরি হয়েছিল। এই অ্যাপটি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই অ্যাপটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ এই অ্যাপ ব্যবহারের ফলে গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, মোবাইলে মোবাইলে নজরদারি চালাচ্ছে কেন্দ্র। এখন দেখার সংশ্লিষ্ট সংস্থা শো-কজের কী উত্তর দেয়।