সম্প্রতি এই বিষয়টি নিয়েই মুখ খোলেন কৌশাল দেবী ৷ যিনি ‘দলিত স্ত্রী শক্তি ’ এনজিও-র এক সমাজসেবী ৷ রাধাবাই গুলাবরাও আম্বেলকারের ধর্ষণ কাণ্ডে মুখ খোলেন তিনি ৷ তবে, রাধাবাই কোনও সেলেব নন৷ মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি৷ সমাজে তথাকথিত নিচু শ্রেণীর রাধাবাই৷ তাই তার ধর্ষণের ঘটনায় কোনও প্রতিবাদ হয়নি৷ কেটে গিয়েছে নয় মাস ৷ কিন্তু আজও বহাল তবিয়তে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা ৷ কবে শাস্তি মিলবে ? আদৌ শাস্তি মিলবে কি না ৷ সে বিষয়েও কোনও তথ্য কারোর কাছে নেই ৷ এমনকী, পুলিশও তার অভিযোগ নিতে অস্বীকার করে ৷ সমাজের এক কোণে ঘরে আজ বন্দি রাধাবাই ৷
advertisement
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB)-র সমীক্ষা বলছে, দলিতদের সঙ্গে হওয়া অন্যায় দিনকে দিন বেড়ে চলেছে ৷ গত ১০ বছরের অপরাধের পরিমাণ প্রায় ৫১ শতাংশ বেড়ে গিয়েছে ৷ ২০১৬ সালে ৪০,৮০১টি দলিতদের সঙ্গে হওয়া ঘটনা নথিভুক্ত হয়েছে ৷
আন্তর্জাতিক নারী দিবসও তাদের কাছে সাদামাটা অন্য পাঁচটা দিনের মতই ৷ আতঙ্কে কাটে তাদের দিনের পর দিন ৷ কিন্তু তারপরও কোনও মিডিয়া কভারেজ নেই ৷ নেই কোনও পুলিশি হস্তক্ষেপ ৷ কবে এই সমস্যার সমাধান হবে ? আদৌ কি হবে ? সেই প্রশ্নের উত্তর নেই কারোর কাছে ৷