এদিন শরদ আরও জানান, ভারতে পাঠানকোট হামলার তদন্ত শেষ ৷ তদন্ত শেষ করার জন্য NIA-আধিকারিকদের পাকিস্তানে যাওয়া খুব জরুরি ৷ তার জন্য এখন কেবল পাকিস্তান সরকারের অনুমতির অপেক্ষা ৷
শরদ কুমার জানান, তিনি আশাবাদি যে পাকিস্তান এই অনুমতি দিয়ে দেবে ভারতের NIA দলকে ৷ কারণ এর আগে পাঠানকোট হামলার তদন্তে পাকিস্তান গোয়েন্দা সংস্থার আধিকারিকদের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনের অনুমতি দিয়েছিল ভারত সরকার ৷ তিনি জানান যদি পাকিস্তানে NIA দল যেতে না পারে তা সত্ত্বেও এই মামলায় চার্জসিট দাখিল করা হবে ৷ ‘আমাদের কাছে মউলানা মাসুদ আজহারের ও তার ভাই রউফ আজহারের বিরুদ্ধে যতেষ্ট তথ্য প্রমাণ রয়েছে ৷ এই সমস্ত তথ্য চার্জসিটে অন্তর্ভুক্ত করা হবে ৷’
advertisement
এবছরের শুরুতেই সেনা পোশাকে কুয়াশার সুবিধে নিয়ে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ট জঙ্গি ৷ দীর্ঘ এই গুলির লড়াইয়ে সাতজন ভারতীয় সেনা শহীদ হন ৷ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলা চালায় বলে অভিযোগ ৷ প্রমাণ হিসেবে বেশ কিছু নথি ভারত তুলে দেয় পাকিস্তানের হাতে ৷ সেই বিষয়েই তদন্ত করতে ভারতে এসেছিল পাক তদন্তকারী দল ৷