TRENDING:

‘পাঠানকোট হামলায় পাকিস্তান সরকারের কোনও যোগ নেই’

Last Updated:

পাঠানকোট হামলায় পাকিস্তান সরকারের সরাসরি কোনও যোগ ছিল না বলে জানিয়েছেন NIA-এর ডিরেক্টর জেনারেল শরদ কুমার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাঠানকোট হামলায় পাকিস্তান সরকারের সরাসরি কোনও যোগ ছিল না বলে জানিয়েছেন NIA-এর ডিরেক্টর জেনারেল শরদ কুমার ৷ শুক্রবার তিনি জানান, ‘এখনও পর্যন্ত এমন কোনও তথ্য পাওয়া যায়নি যাতে প্রমাণিত হয় যে পাকিস্তান সরকার বা পাকিস্তানের সরকারি এজেন্সি জইশ-এ-মহম্মদ বা মাসুদ আজহারকে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলায় কোনও সাহায্য করেনি ৷’
advertisement

এদিন শরদ আরও জানান, ভারতে পাঠানকোট হামলার তদন্ত শেষ ৷ তদন্ত শেষ করার জন্য NIA-আধিকারিকদের পাকিস্তানে যাওয়া খুব জরুরি ৷ তার জন্য এখন কেবল পাকিস্তান সরকারের অনুমতির অপেক্ষা ৷

শরদ কুমার জানান, তিনি আশাবাদি যে পাকিস্তান এই অনুমতি দিয়ে দেবে ভারতের NIA দলকে ৷ কারণ এর আগে পাঠানকোট হামলার তদন্তে পাকিস্তান গোয়েন্দা সংস্থার আধিকারিকদের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনের অনুমতি দিয়েছিল ভারত সরকার ৷ তিনি জানান যদি পাকিস্তানে NIA দল যেতে না পারে তা সত্ত্বেও এই মামলায় চার্জসিট দাখিল করা হবে ৷ ‘আমাদের কাছে মউলানা মাসুদ আজহারের ও তার ভাই রউফ আজহারের বিরুদ্ধে যতেষ্ট তথ্য প্রমাণ রয়েছে ৷ এই সমস্ত তথ্য চার্জসিটে অন্তর্ভুক্ত করা হবে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এবছরের শুরুতেই সেনা পোশাকে কুয়াশার সুবিধে নিয়ে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ট জঙ্গি ৷ দীর্ঘ এই গুলির লড়াইয়ে সাতজন ভারতীয় সেনা শহীদ হন ৷ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলা চালায় বলে অভিযোগ ৷ প্রমাণ হিসেবে বেশ কিছু নথি ভারত তুলে দেয় পাকিস্তানের হাতে ৷ সেই বিষয়েই তদন্ত করতে ভারতে এসেছিল পাক তদন্তকারী দল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘পাঠানকোট হামলায় পাকিস্তান সরকারের কোনও যোগ নেই’