TRENDING:

এনপিআরের জন্য কোনও নথি লাগবে না, কাউকে ‘সন্দেহজনক’ ঘোষণা করা হবে না: অমিত শাহ

Last Updated:

গুলাম নবি আজাদ সরাসরি সংসদে দাঁড়িয়ে অমিত শাহকে জিজ্ঞাসা করেন, এনপিআরের ফলে কাউকে কি ডি (ডাউটফুল) বা সন্দেহজনকের তালিকায় রাখা হবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: ‘এনপিআরের জন্য কোনও নথির দরকার নেই৷ কাউকে ‘ডি (ডাউটফুল)’ বা সন্দেহজনকের তালিকায় ফেলে রাখা হবে না৷’ বৃহস্পতিবার রাজ্যসভায় দেওয়া মন্তব্যে অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement

রাজ্যসভায় দিল্লি হিংসা নিয়ে জবাব দেওয়া শুরু করেছিলেন অমিত শাহ৷ সেখানে দিল্লি হিংসার বিষয়ে পরিসংখ্যান দিয়ে তিনি যুক্তি খাড়া করার চেষ্টা করেন৷ বলেন, দিল্লি হিংসা নিয়ে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছে দিল্লি পুলিশ৷ কিন্তু এই হিংসার কারণ হিসাবে তিনি দোষ দিয়েছেন শাহিনবাগকে৷ তাঁর মতে সেই সিএএ প্রতিবাদের জমায়েত থেকেই উস্কানিমূলক ভাষণ দেওয়া হয়েছে, আর তা থেকেই দিল্লিতে হিংসা ছড়িয়েছে৷

advertisement

এই কথা বলার পরেই স্বাভাবিকভাবেই এসে পড়েছে সিএএ, এনআরসি ও এনপিআর প্রসঙ্গ৷ সঙ্গে সঙ্গে অমিত শাহকে চেপে ধরে কংগ্রেস৷ গুলাম নবি আজাদ সরাসরি সংসদে দাঁড়িয়ে অমিত শাহকে জিজ্ঞাসা করেন, এনপিআরের ফলে কাউকে কি ডি (ডাউটফুল) বা সন্দেহজনকের তালিকায় রাখা হবে? সংসদে দাঁড়িয়ে সরাসরি অমিত শাহ উত্তর দিয়ে দেন, না৷ এনপিআরের ফলে ভারতের কোনও নাগরিককেই সন্দেহজনকদের তালিকায় ফেলা হবে না৷ কোনও নাগরিক তাঁর যতটা তথ্য দেওয়ার ইচ্ছা, ততটাই তিনি দিতে পারবেন৷ কেউ তাঁকে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য জোর করবে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

ইতিমধ্যে অনেকগুলি রাজ্য এনপিআর কার্যকর করার বিষয়ে আপত্তি জানিয়েছে৷ নানা মহল থেকে এই আপত্তি উঠে আসছে৷ আর সেই প্রেক্ষিতেই অমিত শাহ বললেন, ‘এনপিআর নিয়ে চিন্তা নেই৷ কাউকে সন্দেহজনকের তালিকায় রাখা হবে না৷’

বাংলা খবর/ খবর/দেশ/
এনপিআরের জন্য কোনও নথি লাগবে না, কাউকে ‘সন্দেহজনক’ ঘোষণা করা হবে না: অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল