রেলের তরফে জানানো হয়েছে, রেলে যে কম্বল বা পর্দা থাকে তা প্রতিদিন ধোয়া সম্ভব হয় না। ফলে করোনা ভাইরাসকে প্রতিহত করতে আপাতত কম্বল দেওয়া হবে না। তবে এক্ষেত্রে যাত্রীদের যাতে কম্বলের প্রয়োজন না পড়ে সেভাবেই অনুসারে এসি কোচের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে। তবে তারপরেও যদি কোনও যাত্রীর কম্বলের প্রয়োজন পড়ে, তিনি যদি কম্বল চান, তাঁকে কম্বল দেওয়া হবে।
advertisement
এদিকে, ওয়েস্টার্ন রেলের মুখপত্র গজানন মাহাতপুরকার বলেন, "যেহেতু আপাতত রেলে কম্বল দেওয়া হবে না, তাই যাত্রীদের কাছে আবেদন তাঁরা যেন নিজেরা কম্বল নিয়ে যাত্রা করেন। তবে জরিরী ভিত্তিতে কিছু বিছানার চাদর রাখা হবে। যাত্রীরা চাইলে সেগুলি তাঁদের দেওয়া হবে। দক্ষিণ-পূর্ব রেলেও যাত্রীদের কম্বল দেওয়া বন্ধ করা হবে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।
advertisement
Location :
First Published :
March 15, 2020 9:28 AM IST