TRENDING:

ShivSena: 'কোনও জোট নয় শুধুই ব্যক্তিগত আলোচনা'- রাজ-উদ্ধব সাক্ষাত নিয়ে মন্তব্য সঞ্জয় রাউতের

Last Updated:

এক সময় মনে হয়েছিল দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসছেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে, কিন্তু জোটের সব সম্ভাবনায় জল ঢেলে দিলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: এক সময় মনে হয়েছিল দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসছেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে, কিন্তু জোটের সব সম্ভাবনায় জল ঢেলে দিলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। রবিবার, এই বিষয়ে সাফ জানিয়ে তিনি বলেন শুধুমাত্র ‘আবেগপ্রবণ’ কথাবার্তাই হয়েছে এর সঙ্গে জোটের কোনও সম্পর্ক নেই।
কাছাকাছি আসছেন না রাজ-উদ্ধব। জানালেন সঞ্জয়।
কাছাকাছি আসছেন না রাজ-উদ্ধব। জানালেন সঞ্জয়।
advertisement

এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, রাজ্যসভার সাংসদ জানান, রাজ ঠাকরের সঙ্গে জোটের কোনও প্রশ্নই ওঠে না। কারণ, কিছুটা আক্রমণের সুরেই তিনি রাজ ঠাকরেকে আক্রমণ করে বলে মহারাষ্ট্রের শত্রুদের সঙ্গে কোনও আপোষ শিবসেনা করতে পারবে না।

এই প্রসঙ্গে তিনি বলেন, “রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে সম্পর্কে একে অন্যের ভাই। আমরা এক সঙ্গে অনেকদিন আছি। আমাদের সম্পর্ক ভাঙেনি। কিন্তু এর মানে এই নয় যে আমাদের মধ্যে কোনও জোট তৈরি হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

প্রসঙ্গত, এই বছরে ফেব্রুয়ারিতে মুম্বইয়ের অনুষ্ঠানে দুই ভাইকে একসঙ্গে দেখা গিয়েছিল। উদ্ধব ঠাকরের সঙ্গে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন রাজ ঠাকরে। এরপর থেকেই দুই দলের কাছে আসা নিয়ে জল্পনা চলছিল সেই আসায় জল ঢাললেন সঞ্জয়।

বাংলা খবর/ খবর/দেশ/
ShivSena: 'কোনও জোট নয় শুধুই ব্যক্তিগত আলোচনা'- রাজ-উদ্ধব সাক্ষাত নিয়ে মন্তব্য সঞ্জয় রাউতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল