এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, রাজ্যসভার সাংসদ জানান, রাজ ঠাকরের সঙ্গে জোটের কোনও প্রশ্নই ওঠে না। কারণ, কিছুটা আক্রমণের সুরেই তিনি রাজ ঠাকরেকে আক্রমণ করে বলে মহারাষ্ট্রের শত্রুদের সঙ্গে কোনও আপোষ শিবসেনা করতে পারবে না।
এই প্রসঙ্গে তিনি বলেন, “রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে সম্পর্কে একে অন্যের ভাই। আমরা এক সঙ্গে অনেকদিন আছি। আমাদের সম্পর্ক ভাঙেনি। কিন্তু এর মানে এই নয় যে আমাদের মধ্যে কোনও জোট তৈরি হয়েছে।”
advertisement
প্রসঙ্গত, এই বছরে ফেব্রুয়ারিতে মুম্বইয়ের অনুষ্ঠানে দুই ভাইকে একসঙ্গে দেখা গিয়েছিল। উদ্ধব ঠাকরের সঙ্গে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন রাজ ঠাকরে। এরপর থেকেই দুই দলের কাছে আসা নিয়ে জল্পনা চলছিল সেই আসায় জল ঢাললেন সঞ্জয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 20, 2025 8:40 PM IST