TRENDING:

মিড ডে মিল নিয়ে সিদ্ধান্ত বদল কেন্দ্রের

Last Updated:

দেশ জোড়া সমালোচনা ও প্রতিবাদের চাপে পিছু হটল সরকার ৷ মঙ্গলবার বিবৃতি দিয়ে কেন্দ্র ঘোষণা করল, মিড ডে মিলে আধার বাধ্যতামূলক নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশ জোড়া সমালোচনা ও প্রতিবাদের চাপে পিছু হটল সরকার ৷ মঙ্গলবার বিবৃতি দিয়ে কেন্দ্র ঘোষণা করল, মিড ডে মিলে আধার বাধ্যতামূলক নয় ৷ এর আগে মিড ডে মিল পেতে আধারকার্ড বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল কেন্দ্র ৷
advertisement

মোদি সরকারের এই ফরমানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর কয়েকদিনের মধ্যেই আধার সিদ্ধান্ত বদল করল কেন্দ্র ৷

স্কুলে মিড-ডে মিল পেতে হলে থাকতেই হবে আধার কার্ড। আধার না থাকলে স্কুলে দুপুরের খাবারটুকুও মিলবে না। আধার কার্ড না থাকলে কাজ যাবে মিড-ডে মিলের রাঁধুনি ও সহায়ক কর্মীদেরও। মোদি সরকারের এই সিদ্ধান্তে ওঠে প্রতিবাদের ঝড় ওঠে ৷ স্কুলছুটদের হার কমাতে এবং স্কুলে পড়ুয়াদের সংখ্যা বাড়াতেই তো এই প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্র। প্রশ্ন ওঠে, তবে কি এবার কেন্দ্রের নয়া ফরমানে ফের বাড়বে স্কুলছুটের হার? কাজ হারাবেন এতগুলো মানুষ?

advertisement

পরিসংখ্যান বলছে,

-- প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির প্রায় ৮০ লক্ষ পড়ুয়া মিড-ডে মিলের আওতায়

-- রাজ্যে মিড-ডে মিলের রাঁধুনি ও সহায়ক কর্মী প্রায় ১ লক্ষ ১৫ হাজার

-- ২৫ শতাংশ পড়ুয়ার আধার কার্ড নেই

-- সহকর্মী ও রাঁধুনি মিলিয়ে ৩০ শতাংশের কার্ড নেই

advertisement

-- মিড-ডে মিল চালু হওয়ার আগে স্কুলছুটের হার ছিল ৩০ শতাংশ

-- মিড-ডে মিল চালুর পর গত ৫ বছরে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ শতাংশ

-- ১৫ শতাংশ স্কুলছুটের হার কমার কারণ মিড-ডে মিল

শনিবার ট্যুইট করে আশঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘‘ মিড ডে মিলের জন্যও এবার আধারকার্ড ? ৫ বছরের শিশুরও আধারকার্ড লাগবে ? শিশুদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ আধারের নামে মানুষের গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে ৷ কেন্দ্রের মনোভাব এত নেতিবাচক কেন ? দেশজুড়ে এর প্রতিবাদ হওয়া উচিত ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

শুধু ট্যুইটেই শেষ নয় ৷ মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভও দেখায় রাজ্যের শাসক দল তৃণমূল ৷

বাংলা খবর/ খবর/দেশ/
মিড ডে মিল নিয়ে সিদ্ধান্ত বদল কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল