TRENDING:

Nitish Kumar to resign: আজই ইস্তফা দিতে পারেন নীতীশ, বিহারে জোর ধাক্কা খেল বিজেপি!

Last Updated:

লালু পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়েই রাজ ভবনে যাবেন নীতিশ কুমার৷ সম্ভবত মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিতে চলেছেন নীতীশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: বিহারে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি৷ সূত্রের খবর, বিজেিপ-র সঙ্গে জোট ভেঙে ফের একবার পুরনো সঙ্গী আরজেডি-র হাত ধরতে চলেছেন নীতীশ কুমার৷ দলীয় বিধায়কদের সঙ্গে ৈবঠকের পর আজ বিকেলেই রাজ্যপাল ফগু চৌহানের সময় চেয়েছেন নীতীশ কুমার৷ সূত্রের খবর, লালু পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়েই রাজ ভবনে যাবেন নীতিশ কুমার৷ সম্ভবত মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিতে চলেছেন নীতীশ৷ তার পর আরজেডি-র সমর্থনেই ফের নতুন করে সরকার গঠন করবে তেজস্বী৷ নীতীশের সঙ্গে রাজ ভবনে গিয়ে জেডিইউ-কে সমর্থনের কথা রাজ্যপালকে জানাবেন তেজস্বী৷
বিহারে বিজেপি
বিহারে বিজেপি
advertisement

একদিকে নীতীশ যখন নিজের দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন, তখন তড়িঘড়ি পটনায় রাবড়ি দেবীর বাসভবনে আরজেডি, কংগ্রেস এবং বাম বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তেজস্বী যাদব৷ বৈঠকে মহাজোটের বিধায়করা তেজস্বীকে নীতীশ সরকারকে সমর্থনের পক্ষেই মত দেন৷ আরজেডি এবং কংগ্রেসের সমর্থন পাওয়া নিশ্চি হওয়ার পর ইস্তফা দেওয়া নিয়ে দু' বার ভাবতে হয়নি নীতীশকে৷ কারণ মহাজোটের বিধায়কদের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক বেশি সংখ্যক বিধায়ক থাকবে তাঁর হাতে৷

advertisement

আরও পড়ুন: নীতিশ-নীতি আর তেজস্বীর তেজে বিহারে মহাবদল? রাজ্যপালের কাছে সময় চাইলেন দুই 'জোটবদ্ধ' নেতা

বিজেপি-র তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷ নীতীশ ইস্তফা না দেওয়া পর্যন্ত বিজেপি-র তরফে কোনও পদক্ষেপও করা হবে না৷ ইস্তফা দেবেন না বিজেপি-র কোনও মন্ত্রী৷

গত কয়েক মাস ধরেই নীতীশের সঙ্গে বিজেপি-র দূরত্ব বাড়ছিল৷ নীতীশের অভিযোগ ছিল, তাঁর দল জেডিইউ-তে ভাঙন ধরানোর চেষ্টা করছে বিজেপি৷ ঠিক যেমনটা হয়েছে মহারাষ্ট্রে শিবসেনার ক্ষেত্রে৷ এ ক্ষেত্রে জেডিইউ নেতা আরসিপি সিং-কে কাজে লাগানো হচ্ছিল বলে জেডিইউ শিবিরের অভিযোগ৷

advertisement

২০২০ সালের বিধানসভা নির্বাচনে বিহারে বিজেপি-র থেকে কম আসন পায় জেডিইউ৷ তা সত্ত্বেও প্রতিশ্রুতি মতো নীতীশকে মুখ্যমন্ত্রী করে বিজেপি৷ নীতীশের অবশ্য ক্ষোভ ছিল, চিরাগ পাসোয়ান ব্যবহার করে জেডিইউ-এর ভোট কেটে তাদের কোণঠাসা করেছে বিজেপি৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিস্তারিত আসছে...

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar to resign: আজই ইস্তফা দিতে পারেন নীতীশ, বিহারে জোর ধাক্কা খেল বিজেপি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল