শনিবারই জেডিইউয়ের রাজ্য কার্যনির্বাহী বৈঠক শেষে নীতীশ কুমার বলেন, যদি সমস্ত বিরোধী দলগুলি একজোট হয়, তবে আসন্ন লোকসভা নির্বাচনের ফল সম্পূর্ণ আলাদা হবে। বিজেপির আসনসংখ্যা কমে ৫০-এর নীচে দাঁড়াবে। শনিবার জেডিইউয়ের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে লোকসভা নির্বাচনেও বিজেপিকে হারানোর জন্য সুর চড়ালেন নীতীশ কুমার।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে ফের ভয়াবহ ধস, আটকে বাংলার পর্যটকেরা! মৃত্যু ট্রেকারের
advertisement
তবে মণিপুরে দলের পরিস্থিতি নিয়ে বেজায় ক্ষুব্ধ নীতীশ কুমার। বিহারের মতোই মণিপুরেও বিজেপির সঙ্গে জেডিইউয়ের জোট ভাঙতেই, শুক্রবার মণিপুরের সাতজন জেডিইউ বিধায়কদের মধ্যে পাঁচজন বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতা সুশীল মোদির দাবি, 'অরুণাচল প্রদেশের পর এবার মণিপুরও জেডিইউ মুক্ত হয়েছে। এভাবেই একদিন বিহারও নীতীশ কুমারের শাসন থেকে মুক্তি পাবে।'
আরও পড়ুন: তৃণমূলে ফেরা অনেক নেতাই ফের বিজেপিতে? সুকান্তর দাবিতে তোলপাড় বাংলা
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পরিস্থিতি নিয়ে ভবিষ্যদ্বাণী করে কীসের ইঙ্গিত দিতে চাইছেন নীতীশ কুমার? তবে কি জোট ভাঙার পর জাতীয় রাজনীতিতে নীতীশের প্রবেশ নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, এই মন্তব্য তারই প্রকাশ? প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কি সত্যিই দেখছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।
