তাঁদের দল জেডিইউকে দুর্বল করার চেষ্টার অভিযোগে বিজেপির সঙ্গে জোট ভঙ্গ করেন নীতীশ কুমার। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জনতা দল (ইউনাইটেড)-কে ভাঙার জন্য নিরলস চেষ্টা করছেন বলে উদ্বিগ্ন ছিলেন নীতিশ কুমার মঙ্গলবার বিকেল ৪ টেয় রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব এবং তাঁকে সমর্থনকারী অন্যান্য দলের নেতারা। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং বিহারে দলের বড় মুখ গিরিরাজ সিং জানান, তাঁর দল বিজেপি জোট ধর্ম অনুসরণ করে চলে, ফলত জোট ভাঙার সিদ্ধান্ত নীতীশ কুমারের।
advertisement
আরও পড়ুন- "অন্য কোথাও যাব না, বিজেপিতেই থাকব," টালমাটাল গেরুয়া দলেই আস্থা বিহারের মন্ত্রীর
আরও পড়ুন- বিধায়করা চাইছেন আমি মুখ্যমন্ত্রী হই, কিন্তু..: সুযোগ পেয়েও ক্ষমতা ছাড়লেন তেজস্বী
“আমরা সবসময় জোটের ধর্ম অনুসরণ করেছি এবং জোটের মর্যাদা বজায় রেখেছি। আমাদের ৬৩ জন বিধায়ক ছিল, ওদের ছিল ৩৬ জন ছিল, তাও আমরা তাঁকেই মুখ্যমন্ত্রী করেছিলাম। আজ মনে হচ্ছে নীতীশ বাজার করতে এসেছেন,” বলেন গিরিরাজ।
বিহারে বিজেপির বরিষ্ঠ নেতারা এই জোটবিভক্তি নিয়ে আলোচনা করতে পটনায় যাচ্ছেন। বৈঠকে থাকবেন সুশীল কুমার মোদি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিজেপিকে দ্বিতীয়বার সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আসার আগে নীতীশ কুমার দলের বিধায়কদের সঙ্গে দেখা করেন। পদত্যাগপত্র দেওয়ার জন্য এদিন বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। “আমি পদত্যাগ করেছি এবং আমি আমার বিধায়কদের এই বিষয়ে অবহিত করেছি,” রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের বলেন তিনি।