আরজেডি ট্যুইট করেছে, 'নীতশ প্রশাসন প্রায় দশটি আসনে গণনা বিলম্ব করছে। বিজয়ী প্রার্থীদের ঘোষণা করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর বাসভবনে বসে নীতীশ কুমার এবং সুশীল মোদী প্রধানসচিবকে দিয়ে বিভিন্ন এলাকার জেলাশাসক ও রির্টানিং অফিসারদের ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাপ দিচ্ছেন।
advertisement
এ ছাড়া আরজেডি অন্য একটি ট্যুইটে অভিযোগ করেছে, 'নীতীশ কুমার, সুশীল মোদী সহ আরও অনেকে। বসে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের, কীভাবে ১০৫-১১০ আসনে মহাজোটকে কীভাবে থামানো যায়, সেই নির্দেশই জারি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বসে৷ নির্দেশ দেওয়া হচ্ছে জেলাশাসকদের৷ তবে কোনও পরিস্থিতিতে আমরা জনমতকে লুঠ হতে দেব না। আরজেডির এই ট্যুইটে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷
নির্বাচন কমিশন জানিয়েছে যে বিহারে সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত ২.৭ কোটি ভোট গণনা করা হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনে চার কোটিরও বেশি লোক ভোট দিয়েছে। সকাল থেকেই বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। কমিশনের সাধারণ সম্পাদক উমেশ সিনহা বলেছেন, বেশিরভাগ নির্বাচনের ফলাফল রাতের মধ্যেই ঘোষণা করা হবে এবং বাকি ফলাফল গভীর রাতে আসবে।
