জানা গিয়েছে, শেষ মামলা ছিল ১৫ বছরের এক কিশোরীকে খুনের অভিযোগের উপর। কিন্তু, সেই বিষয়ে পর্যাপ্ত কোনও প্রমাণ না থাকায় সুরিন্দরকে মঙ্গলবার বেকসুর খালাস করে দিলেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীনের তিন সদস্যের বেঞ্চ।
প্রসঙ্গত, নিঠারি মামলায় এর আগে সুরিন্দরকে ফাঁসির সাজা শুনিয়েছিল সিবিআই আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্ট যান তিনি। শেষে সেই মামলা যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালত আগের শুনানিতে জানিয়েছিল, শুধুমাত্র জবানবন্দি এবং একটি রান্নাঘরে ব্যবহৃত ছুরির উপর ভিত্তি করে সুরিন্দরকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। এরপরেই শেষ মামলা থেকেও মুক্তি পান তিনি।
advertisement
উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বর মাসে নয়ডার নিঠারি এলাকার ব্যবসায়ী মনিন্দর সিং পান্ধেরের বাড়ির পিছনের একটি নালা থেকে পাওয়া যায় বেশ কিছু মানুষের কঙ্কাল। এছাড়াও উদ্ধার হয় মানুষের দেহাবশেষও। শুধু তাই নয়, অভিযোগ উঠেছিল, খুনের পরে দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করে খেয়ে ফেলতেন মনিন্দর এবং সুরিন্দর। এরপরেই দুজনকে গ্রেফতার করা হয়। প্রথমে তাঁদের ফাঁসির সাজা শোনালেও তা স্থগিত এলাহাবাদ হাইকোর্ট স্থগিত হয়ে গিয়েছিল।
এই ঘটনা অবলম্বনেই কিছুদিন আগেই নেটফ্লিক্সে সিরিজ হয়েছিল ‘সেক্টর ৩৬’। অভিনেতা বিক্রান্ত মাসী অভিনীত এই সিরিজ জনপ্রিয়তাও পায়।
