TRENDING:

Nita Mukesh Ambani Cultural Centre: ভারতের ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে রিলায়েন্সের দুর্দান্ত উদ্যোগ! খুলছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার

Last Updated:

Nita Mukesh Ambani Cultural Centre: নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের লঞ্চের অনুষ্ঠানে থাকবে বিশেষ ভাবে কিউরেট করা শিল্প এবং নৈপুণ্যের প্রদর্শনী। যার নাম দেওয়া হয়েছে ‘স্বদেশ’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত বছরই নিজের মা নীতা আম্বানিকে উৎসর্গ করে ভারতের প্রথম মাল্টি-ডিসিপ্লিনারি কালচারাল স্পেস তৈরির কথা ঘোষণা করেছিলেন ইশা আম্বানি। অবশেষে সেই অপেক্ষার অবসান। ৩১ মার্চ, ২০২৩ তারিখ অর্থাৎ শুক্রবার জিও ওয়ার্ল্ড সেন্টারের ভিতরেই খুলতে চলেছে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’। শিল্পকলার ক্ষেত্রে তা বড়সড় প্রভাব বিস্তার করবে বলে আশা। ভারতের সাংস্কৃতিক পরিকাঠামোকে আরও মজবুত করা এবং আর শিল্পকলার নিরিখে বিশ্ব ও ভারতের সেরাটা আনার জন্য কেন্দ্র আরও নির্দিষ্ট কিছু পদক্ষেপ করেছে।
Smt. Nita Ambani performing traditional Puja on Ramnavmi to seek the almighty's blessings on the eve of the launch of Nita Mukesh Ambani Cultural Centre (NMACC)
Smt. Nita Ambani performing traditional Puja on Ramnavmi to seek the almighty's blessings on the eve of the launch of Nita Mukesh Ambani Cultural Centre (NMACC)
advertisement

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের লঞ্চের অনুষ্ঠানে থাকবে বিশেষ ভাবে কিউরেট করা শিল্প এবং নৈপুণ্যের প্রদর্শনী। যার নাম দেওয়া হয়েছে ‘স্বদেশ’। এর সঙ্গে থাকবে তিনটি দুর্দান্ত শো – ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মিউজিক্যাল: সিভিলাইজেশন টু নেশন’ নামে একটি মিউজিক্যাল থিয়েট্রিক্যাল, ‘ইন্ডিয়া ফ্যাশন’ নামে একটি কস্টিউম আর্ট প্রদর্শনী এবং ‘সঙ্গম/ কনফ্লুয়েন্স’ নামে একটি ভিজ্যুয়াল আর্ট শো।

advertisement

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এবার আসছেন রূপান্তকামীরাও

এই লঞ্চের অনুষ্ঠানে ভারতের গভীর সাংস্কৃতিক প্রভাবের উপর জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে এটা এমন একটা প্ল্যাটফর্ম প্রদান করছে, যেখানে শিল্পীরা সরাসরি শ্রোতা-দর্শকদের সঙ্গে আলাপচারিতা করতে পারবেন। ‘স্বদেশ’-এ অনন্য ও কিংবদন্তী ভারতীয় আঞ্চলিক শিল্পের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মধ্যে থাকছে এমন ৮টি অসাধারণ শিল্পনৈপুণ্য, বছরের পর বছর ধরে যেগুলির পৃষ্ঠপোষকতা করে আসছে রিলায়েন্স ফাউন্ডেশন। তার মধ্যে অন্যতম হল পিচওয়াই, বেনারসি বয়ন, পটচিত্র, সোজনি সূচিশিল্প, ব্লু পটারি, কাল বাফ্ফি, পৈঠানি এবং দৃষ্টিহীন মানুষদের হাতে তৈরি মোমবাতি।

advertisement

আরও পড়ুন- কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা ! রাজ্যের বাকি জেলাগুলির আবহাওয়ার আপডেট জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

এই অনুষ্ঠান প্রসঙ্গে নীতা আম্বানি বলেন যে, “এই কালচারাল সেন্টারকে জীবন্ত করে তোলার এই সফরটা পবিত্রই ছিল। সিনেমা-সঙ্গীত, নৃত্য-নাটক, সাহিত্য-লোকগাথা, শিল্প-নৈপুণ্য, বিজ্ঞান-আধ্যাত্মিকতায় শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং প্রচার করার জন্য একটি জায়গা তৈরি করার বিষয়ে খুবই উদগ্রীব ছিলাম। এই জায়গা থেকেই ভারতের সেরাটা আমরা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে পারি। আর বিশ্বের সেরাটাও আমরা ভারতের পক্ষ থেকে স্বাগত জানাতে পারি।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Nita Mukesh Ambani Cultural Centre: ভারতের ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে রিলায়েন্সের দুর্দান্ত উদ্যোগ! খুলছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল