TRENDING:

Anant Ambani-Radhika Merchant Wedding: পাপারাৎজিদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ! মন জিতলেন নীতা আম্বানি... অনন্ত-রাধিকার মেহেন্দিতে নজর কাড়লেন আকাশ-ইশার শাশুড়ি মায়েরাও

Last Updated:

পুত্র অনন্ত এবং হবু পুত্রবধূ রাধিকার মেহেন্দির অনুষ্ঠানের জন্য নীতা বেছে নিয়েছিলেন একটি রয়্যাল ব্লু রঙা শাড়ি। অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। এরপর অ্যান্টিলিয়ার বাইরে পা রেখে পুত্রের প্রাক-বিবাহ উৎসবের সমস্ত উদযাপনে সামিল হওয়ার জন্য পাপারাৎজিদের কৃতজ্ঞতা জানান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের মেহেন্দি। আর সেই অনুষ্ঠানেই চিরাচরিত ভঙ্গিতে চমক দিলেন নীতা আম্বানি। আর অ্যান্টিলিয়ার বাইরে থাকা  পাপারাৎজিদের উদ্দেশ্যেও অভিবাদন জানালেন।
advertisement

পুত্র অনন্ত এবং হবু পুত্রবধূ রাধিকার মেহেন্দির অনুষ্ঠানের জন্য নীতা বেছে নিয়েছিলেন একটি রয়্যাল ব্লু রঙা শাড়ি। অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। এরপর অ্যান্টিলিয়ার বাইরে পা রেখে পুত্রের প্রাক-বিবাহ উৎসবের সমস্ত উদযাপনে সামিল হওয়ার জন্য পাপারাৎজিদের কৃতজ্ঞতা জানান তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন পাপারাৎজিরা। সেখানে নীতাকে বলতে শোনা যায়, “আপনারা এত দিন ধরে আসছেন। আজ শিব শক্তি পূজা। আমি আপনাদের সকলের জন্য প্রসাদ পাঠাচ্ছি।”

advertisement

অনন্ত-রাধিকার মেহেন্দির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা মেহতা আম্বানির মা মোনা মেহতা এবং আর ইশা আম্বানির স্বামী আনন্দ পিরামলের মা স্বাতী পিরামল। এই অনুষ্ঠানের জন্য মোনা বেছে নিয়েছিলেন একটি লাল রঙের শাড়ি। অনবদ্য রূপে ধরা দিলেন তিনি। অন্যদিকে সিক্যুইনড মভ-কালার্ড শাড়িতে দুর্দান্ত লুকে নজর কাড়লেন স্বাতী পিরামল।

গত সপ্তাহান্তে মুম্বইয়ে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতে সপরিবারে ‘ওম শান্তি ওম’ ছবির শাহরুখ খানের জনপ্রিয় গান ‘দিওয়ানগি দিওয়ানগি’-র তালে পা মিলিয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। সেখানে পারফরম্যান্স চলাকালীন নিজের ভরতনাট্যম শৈলীরও প্রদর্শন করেছেন মুকেশ-পত্নী। ওই অনুষ্ঠানের জন্য নীতা বেছে নিয়েছিলেন গোলাপি রঙা লেহেঙ্গা। অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। অন্যদিকে, নেভি ব্লু কুর্তা-পাজামা এবং ম্যাচিং জ্যাকেটে দারুণ দেখাচ্ছিল সুদর্শন মুকেশ আম্বানিকেও। বলিউডের জনপ্রিয় গানে নেচেছেন অনন্ত-রাধিকাও। তাঁরা যেন একেবারে ‘মেড ফর ইচ আদার’।

advertisement

অনন্ত-রাধিকার সঙ্গীতে যোগ দিয়েছিলেন বলিউডের নামীদামি তারকারা। উপস্থিত হয়েছিলেন সলমন খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধওয়ান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, আদিত্য রয় কাপুর, মণীশ মালহোত্রা, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সারা আলি খান, হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিং ধোনি, দিশা পাটানি, মৌনি রায়, পালক তিওয়ারি, আলিজেহ, শাহিদ কাপুর, মীরা কাপুর, আথিয়া শেঠি, কেএল রাহুল, অর্জুন কাপুর, বনি কাপুর, বেদাঙ্গ রায়না, বিধু বিনোদ চোপড়া, বিদ্যা বালান, অ্যাটলি, রীতেশ দেশমুখ এবং সানিয়া মালহোত্রা প্রমুখরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী ১২ জুলাই। প্রথম অনুষ্ঠানটি ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। এরপর ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান চিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Wedding: পাপারাৎজিদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ! মন জিতলেন নীতা আম্বানি... অনন্ত-রাধিকার মেহেন্দিতে নজর কাড়লেন আকাশ-ইশার শাশুড়ি মায়েরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল