TRENDING:

চলছে বিয়ের অনুষ্ঠান, তার মধ্যেই হিলারি ক্লিন্টনকে নিয়ে ‘স্বদেশ বাজারে’ গেলেন নীতা অম্বানি

Last Updated:

রবিবার হিলারি ক্লিন্টনকে নিয়ে স্বদেশ বাজার পরিদর্শনে গেলেন নীতা আম্বানি ৷ সঙ্গে ছিলেন ‘ব্রাইড-টু-বি’ ইশাও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উদয়পুর: মেয়ে ইশা আম্বানির বিয়ে নিয়ে এখন সরগরম উদয়পুর ৷ প্রি-ওয়েডিং সেলিব্রেশন উপলক্ষ্যে ইতিমধ্যেই বিবাহ বাসরে পৌঁছে গিয়েছেন হিলারি ক্লিন্টন ৷ গতকাল রাতে ছিল ইশার সঙ্গীত ৷ সেখানে নাচে-গানে মাতিয়ে দিয়েছেন বলি-তারকরা ৷ লাইভ পারফর্ম করতে উড়ে এসেছেন এসেছেন বিয়ন্সেও ৷
advertisement

এরপর আজ, রবিবার হিলারি ক্লিন্টনকে নিয়ে স্বদেশ বাজার পরিদর্শনে গেলেন নীতা আম্বানি ৷ সঙ্গে ছিলেন ‘ব্রাইড-টু-বি’ ইশাও ৷ শুধু তাই নয়, এদিন আম্বানি পরিবারের সঙ্গে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টার সচীন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ড‌ুলকরকেও ৷

রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি ৷ রিলায়্যান্স ফাউন্ডেশনের নবতম উদ্যোগ এই স্বদেশ বাজারে রয়েছে ১০৮ রকম ভারতীয় শিল্পের প্রদর্শনী ৷ সেই প্রদর্শনীই সকলকে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছিল আম্বানি পরিবারের তরফে ৷

advertisement

এই স্বদেশ বাজারে ভারতের হারিয়ে যাওয়া বা অবলুপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এমন শিল্পগুলি তুলে আনা হয়েছে ৷ শুধু তাই নয়, রিলায়্যান্সের তরফে এই ধরনের শিল্পগুলি আবার বাঁচিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ শুধুমাত্র শিল্পের প্রদর্শনী নয়, এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরাও এখানে এসেছিলেন ৷ এখানে যেমন ছিল বাংলার জামদানি, তেমনই ছিল গুজরাতের পটোলা, কাশ্মীরের পশমীনা কানি, মধ্যপ্রদেশের চান্দেরি, কোটা এবং মাহেশ্বরী কাজ, অসমের মেখলা-চাদরও ছিল প্রদর্শনীতে ৷ ছিল বাংলার কাঁথা শিল্প, হিমাচল প্রদেশের চাম্বা রুমাল, বিহারের সুজুনি কাজ, পার্সিদের গারা এমব্রয়ডারি, কাশ্মীরের কাশিদাকারি, পঞ্জাবের ফুলকারি, রাজস্থানের গোটা পাট্টি শিল্পীরাও এসেছিলেন এখানে ৷ এছাড়াও জগৎখ্যত কাঞ্জিভরম, চিকনকারি, বন্ধেজ, লহেরিয়া, বাগরু ডাবু, কলমকারি, বাঘ, আজরাক সবরকম শিল্পও ছিল এখানে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চলছে বিয়ের অনুষ্ঠান, তার মধ্যেই হিলারি ক্লিন্টনকে নিয়ে ‘স্বদেশ বাজারে’ গেলেন নীতা অম্বানি