TRENDING:

চলছে বিয়ের অনুষ্ঠান, তার মধ্যেই হিলারি ক্লিন্টনকে নিয়ে ‘স্বদেশ বাজারে’ গেলেন নীতা অম্বানি

Last Updated:

রবিবার হিলারি ক্লিন্টনকে নিয়ে স্বদেশ বাজার পরিদর্শনে গেলেন নীতা আম্বানি ৷ সঙ্গে ছিলেন ‘ব্রাইড-টু-বি’ ইশাও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উদয়পুর: মেয়ে ইশা আম্বানির বিয়ে নিয়ে এখন সরগরম উদয়পুর ৷ প্রি-ওয়েডিং সেলিব্রেশন উপলক্ষ্যে ইতিমধ্যেই বিবাহ বাসরে পৌঁছে গিয়েছেন হিলারি ক্লিন্টন ৷ গতকাল রাতে ছিল ইশার সঙ্গীত ৷ সেখানে নাচে-গানে মাতিয়ে দিয়েছেন বলি-তারকরা ৷ লাইভ পারফর্ম করতে উড়ে এসেছেন এসেছেন বিয়ন্সেও ৷
advertisement

এরপর আজ, রবিবার হিলারি ক্লিন্টনকে নিয়ে স্বদেশ বাজার পরিদর্শনে গেলেন নীতা আম্বানি ৷ সঙ্গে ছিলেন ‘ব্রাইড-টু-বি’ ইশাও ৷ শুধু তাই নয়, এদিন আম্বানি পরিবারের সঙ্গে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টার সচীন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ড‌ুলকরকেও ৷

রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি ৷ রিলায়্যান্স ফাউন্ডেশনের নবতম উদ্যোগ এই স্বদেশ বাজারে রয়েছে ১০৮ রকম ভারতীয় শিল্পের প্রদর্শনী ৷ সেই প্রদর্শনীই সকলকে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছিল আম্বানি পরিবারের তরফে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই স্বদেশ বাজারে ভারতের হারিয়ে যাওয়া বা অবলুপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এমন শিল্পগুলি তুলে আনা হয়েছে ৷ শুধু তাই নয়, রিলায়্যান্সের তরফে এই ধরনের শিল্পগুলি আবার বাঁচিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ শুধুমাত্র শিল্পের প্রদর্শনী নয়, এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরাও এখানে এসেছিলেন ৷ এখানে যেমন ছিল বাংলার জামদানি, তেমনই ছিল গুজরাতের পটোলা, কাশ্মীরের পশমীনা কানি, মধ্যপ্রদেশের চান্দেরি, কোটা এবং মাহেশ্বরী কাজ, অসমের মেখলা-চাদরও ছিল প্রদর্শনীতে ৷ ছিল বাংলার কাঁথা শিল্প, হিমাচল প্রদেশের চাম্বা রুমাল, বিহারের সুজুনি কাজ, পার্সিদের গারা এমব্রয়ডারি, কাশ্মীরের কাশিদাকারি, পঞ্জাবের ফুলকারি, রাজস্থানের গোটা পাট্টি শিল্পীরাও এসেছিলেন এখানে ৷ এছাড়াও জগৎখ্যত কাঞ্জিভরম, চিকনকারি, বন্ধেজ, লহেরিয়া, বাগরু ডাবু, কলমকারি, বাঘ, আজরাক সবরকম শিল্পও ছিল এখানে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চলছে বিয়ের অনুষ্ঠান, তার মধ্যেই হিলারি ক্লিন্টনকে নিয়ে ‘স্বদেশ বাজারে’ গেলেন নীতা অম্বানি