মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ কোটি টাকা দান করেছে 'রিলায়েন্স ফাউন্ডেশন'। ৫০ কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বন্যা কবলিত এলাকায়। বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেরালার আলাপুজা জেলার পাল্লিপাড গ্রাম। নীতা আম্বানি নিজে সেখানে গিয়ে দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। খতিয়ে দেখেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ যা ভবিষ্যতে ওই অঞ্চলের পুনর্বাসন পরিকল্পনায় কাজে লাগবে।
advertisement
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও দেখা করেন নীতা আম্বানি । তাঁর ভাষায়, '' 'রিলায়েন্স ফাউন্ডেশন' কেরালের অসহায় মানুষের পাশে সবসময় আছে । আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই সঙ্কটের মোকাবিলা করব। বিশ্বাস রাখুন, ভগবানের উপর ভরসা রাখুন। আবার সবকিছু নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।''
১৪ আগস্ট থেকে 'রিলায়েন্স ফাউন্ডেশন'-এর ৩০ জন সদস্যর একটি দল কেরালায় উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। 'স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি'-র সঙ্গে সমন্বয়ে 'রিলায়েন্স ফাউন্ডেশন ইনফরমেশন সার্ভিস'-ও তাদের টোল ফ্রি নাম্বারের সাহায্যে অব্যহত রেখেছে উদ্ধার কার্য। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৬০০ জনকে।
কেরালার ৬ জেলা-- এরনাকুলাম, ভায়ানাদ, আলাপুজা, ত্রিসুর, ইদুক্কি, ও পাথানামথিট্টায় অপারেশন চালায় 'রিলায়েন্স ফাউন্ডেশন'। সরকার পরিচালিত ১৬০ টি রিলিফ ক্যাম্পের প্রায় ৭০,০০০ মানুষের কাছে পৌঁছিয়ে দেয় রেডি টু ইট' খাবার, গ্লুকোজ, স্যানিটারি ন্যাপকিন, র্যাশন, পোশাক।