হবে না-ই বা কেন! নীতা আম্বানি শুধু ভারত নয়, বরং পৃথিবীর কতিপয়দের মধ্যে একজন, যাঁর কর্মধারা প্রসারিত বিশ্বজুড়ে। তাঁকে দেখলে বিশ্বগ্রাম শব্দটির অর্থ যেন স্পষ্ট হয়। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি- সবটা জুড়ে তাঁর অক্লান্ত কালযাপন প্রতি মুহূর্তে রচনা করে চলেছে ইতিহাসের নতুন এক অধ্যায়, এই পুরস্কারও সে কথা স্বীকার করেছে সবিনয়ে। যেমন, খেলার কথাই যদি ওঠে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স দলের কর্তৃত্বের রাশ নীতারই হাতে। ক্রিকেটের পরেই আসে ফুটবলের কথা, সেখানেও নীতার উদ্যোগের ছোঁয়া, তার সুযোগ্য পরিচালনাতেই সেজে উঠেছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, যারা জন্ম দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের।
advertisement
তবে শুধুই বড়রা নয়, খেলার এই আলো যাতে খুঁজে পায় নতুন প্রতিভা, সে জন্য ছোটদের নিয়েও কাজ করেন নীতা, তাদের জন্য তিনি তৈরি করেছেন এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল ইনিশিয়েটিভ ফর চিলড্রেন, প্রধান হিসেবে নিজের দায়িত্ব পালনে সদা তৎপর তিনি। একই সঙ্গে, ক্রীড়াজগতে তাঁর মুকুটের আরও এক উজ্জ্বল রত্ন এমআই নিউ ইয়র্ক, পেশাদার মার্কিন টি২০ খেলার সূচনায় মেজর লিগ ক্রিকেটে (MIC) যারা ছিনিয়ে নিয়েছে বিজয়ের আস্বাদ। আবার, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিরও তিনিই প্রথম ভারতীয় নারী সদস্য। বিদেশের সংস্কৃতিতেও রয়েছে তাঁর অবদান, তিনিই মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট, নিউ ইয়র্কের ট্রাস্টি বোর্ডের প্রথম ভারতীয় সদস্য।
দেশও যাতে তার সংস্কৃতির প্রতিটি আলোকবিন্দু বিশ্বে চমকিত করতে পারে, সেই লক্ষ্যে তিনি মুম্বইতে স্থাপন করেছেন নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার- শিল্পী এবং দর্শক, উভয়ের জন্যই তা দ্রুত পরিণত হয়ে উঠছে শৈল্পিক এক পীঠস্থানে। এই দেশ যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়, সবাই পায় উপযুক্ত পরিষেবা, সেই লক্ষ্যে তাঁর প্রতিষ্ঠিত স্যর এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার কাজ করে চলেছে নিরলস, কিছু দিন আগেই জানিয়েছেন তিনি রিলায়েন্স ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত প্রান্ত জুড়েও ৭০ মিলিয়ন জীবনকে নিয়ে আসতে পেরেছে ভাল থাকার আলোকবৃত্তে।
DISCLAIMER: Network18 and TV18 – the companies that operate News18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.
