মনোহর পারিকরের ইস্তফার পর এর আগে অর্থ ছাড়াও ওই মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন অরুণ জেটলি। এবার গুরুত্বপূর্ণ ওই মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হল কর্ণাটকের রাজ্যসভা সাংসদের হাতে।
এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারমণকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তখনও তিনি কোন দফতরের দায়িত্ব পেতে চলেছেন তা স্পষ্ট হয়নি ৷ ঘোষণার পর মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ ও শক্তিশালী পদ পেলেন নির্মলা ৷ প্রথম মহিলা হিসেবে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷
advertisement
এদিন মোদির ঘোষণার আগে সকলের কৌতূহল ছিল প্রতিরক্ষা দফতরের দায়িত্ব কে পাবেন? জল্পনা ছিল রাজনাথ সিং-কে প্রতিরক্ষায় পাঠিয়ে অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রী করা হতে পারে ৷ কিন্তু সেক্ষেত্রে রাজনাথ অসন্তুষ্ট হবেন এই তথ্যও উঠে আসে ৷
সম্ভাব্য প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রকাশ জাভড়েকরেরও নামও আলোচিত হয়েছিল ৷ কিন্তু সবশেষে নয়া প্রতিমন্ত্রী হিসেবে ঘোষিত হল নির্মলা সীতারমণের নাম ৷ ২০১৯ ভোটের আগে সম্ভবত এটাই ছিল মন্ত্রিসভায় শেষ পরিবর্তন ৷