এদিন নির্মলা জানান পরিবহনের মধ্যে সারা দেশে মেট্রো রেলে যাতায়াত ব্যবস্থার উপরে বিশেষ নজর দেওয়া হবে। সারা দেশে মোট ৭০২ কিলোমিটার রাস্তা মেট্রো রেলের যাতায়াতের মধ্যে সক্রিয় ভাবে অন্তর্ভূক্ত রয়েছে। আরও ১৬০০ কিলোমিটার রাস্চা এখন ২৭টি শহরে তৈরি হচ্ছে। এছাড়াও মেট্রো যাতায়াতে দুটি নতুন প্রযুক্তি যুক্ত করা হবে। বেঙ্গালুরুতে মেট্রো যাতায়াত ৫৮য়১৯ কিমি বাড়ানোর জন্য ১৪,৭৮৮ কোটি টাকা ঘোষণা করেছেন তিনি। চেন্নাই মেট্রো ফেজ ২-এর জন্য ৬২,০০০কোটি টাকা ঘোষণা করেছেন।
advertisement
এছাড়াও নাসিক, নাগপুরের মেট্রো প্রকল্পেও জোর দেওয়া হবে বলে জানান তিনি। মেট্রো লাইট, মেট্রো নিও এবং জলের নীচের মেট্রো প্রকল্পের কথা এদিন বলেন অর্থমন্ত্রী। তিন কোচের লাইট মেট্রো দিল্লির রাস্তাতেই চলবে বলে জানা যাচ্ছে। এছাড়া নিও মেট্রো চলবে সেই সব শহরে যেখানে জনসংখ্যা ২০ লক্ষের বেশি। প্রসঙ্গত, এদিন সড়ক পরিবহন ও রেল পরিবহনে বিশেষ জোর দিয়েছেন।