সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানালেন, ‘আমার মেয়ের মৃত্যুর পর যে লড়াই শুরু করেছিলাম, আজ সেই লড়াইয়ের বৃত্ত সম্পূর্ণ হল। আমি মনে করে, এতদিন ধরে ভারতের বিচার ব্যবস্থার নানা ধাপ পেরিয়ে একসময মনে হচ্ছিল আমার মেয়েটা বুঝি বিচার পাবে না। কিন্তু আজ আবার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে এল। আমার মনে হচ্ছে এমনই হওয়া উচিত ছিল। আগেই হওয়া উচিত ছিল। কিন্তু যাই হোক, এতদিন পরেও আমার মেয়েটা ন্যায়বিচার পেল। সেটা ভেবে আমার ভাল লাগছে। আমার মেয়ের জন্য আমার গর্ব হয়। আমি ওকে বাঁচাতে পারিনি। ও বেঁচে থাকলে আজ হয়ত আমাকে লোকে একজন চিকিৎসকের মা হিসাবে চিনত। কিন্তু আজ পৃথিবীর লোক আমাকে নির্ভয়ার মা হিসাবে চেনে। তাই লড়াই আমি করবই। আগামী দিনেও করব। আজ আমি নির্ভয়াকে বলেছি, ওর ছবি জড়িয়ে ধরে বলেছি অনেক কথা। ওর ছবি জড়িয়ে ধরে কেঁদে বলেছি, মেয়ে আজ তুই ন্যায় বিচার পেলি। আজ আমি দেশের সমস্ত মহিলা ও নারীদের বলব, যাঁরা এই লড়াইয়ে আমাদের পাশে ছিলেন, সোশ্যাল মিডিয়ায় সঙ্গে ছিলেন, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।’
advertisement
একই কথা বললেন নির্ভয়ার বাবা। তিনি বললেন, ‘এত লড়াই থেকে আমরা কখনও পিছিয়ে আসিনি। আমরা লড়াই করেছি। সেই লড়াই আজ বৃত্ত সম্পূর্ণ হল। আজ সবাই বলবে, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হওয়াতে আমরা খুশি হয়েছি। কেউ বলবে না, ফাঁসিতে কেউ দুঃখ পেয়েছেন।’