জেল কর্তৃপক্ষের থেকে সব তথ্য চান ৪ ধর্ষকের আইনজীবী৷ তিনি জানিয়েছেন যে বিনয় সিং-এর কেস ডায়রি তিনি পাননি৷ প্রায় ১৬০পাতার সেই কেস ডায়রির কোনও হদিশ নেই৷ তার সঙ্গেই মেলেনি বিনয়ের মেডিক্যাল রিপোর্ট৷ দিল্লির লোক নায়ক হাসপাতালে প্রায় ১০দিন ভর্তি ছিলেন বিনয়৷ সেই সব তথ্যও হাতে পাননি আসামীদের আইনজীবী৷ তিনি জানিয়েছেন যে বিনয়ের স্বাস্থ্য ভাল নেই৷ জেল কর্তৃপক্ষ তার সবরকম খেয়াল রাখছে৷
advertisement
যত এগিয়ে আসছে ফাঁসির দিন ততই নজরদারি বেড়েছে এই ৪ ধর্ষকের ওপর৷ ২০১৩এ জেলের মধ্যেই পবনের মাথা ফাঁটিয়ে দিয়েছিল অন্য বন্দীরা৷ সে কথা কখনও সামনে আনা হয়নি৷ এর পাশাপাশি বিনয়ের শারীরিক অবস্থার কথাও উল্লেখ করা হয়েছে৷ কারণ সে মাঝেমাঝেই অসুস্থ হয়ে পড়ছে৷ তবে তার মধ্যে সে বেশ কয়েকটি চিত্র এঁকেছে সে৷ সঙ্গে লিখেছে একটি ডায়রি৷ যার নাম দরিন্দা৷ সেই সবকিছু তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷