TRENDING:

#NirbhayaRapeCase: গরীবদেরও জন্যেও রয়েছে আইন, ফাঁসি সাজা প্রাপ্তদের হাতে এখনও কী আইনি বিকল্প থাকছে,জানালেন ধর্ষকদের আইনজীবী

Last Updated:

আইনি বিকল্প শেষ হয়ে যায়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একদিকে যখন নির্ভয়ার গণধর্ষণকারীদের শাস্তির দাবিতে উত্তাল নির্ভয়ার পরিবার সহ গোটা দেশ, সেখানে দাঁড়িয়ে নির্ভয়ার ধর্ষকদের পক্ষের আইনজীবী ফের একবার জানিয়ে দিলেন আইনি বিকল্প শেষ হয়ে যায়নি ৷ তাঁর সাফ কথা গরীবদের জন্যেও একইভাবে দেশে আইনের কথা বলা হয় ৷
advertisement

চার ধর্ষকদের আইনজীবী জানিয়েছে যে আইন আইন করে চিৎকার করলে বা দেওয়ালে লিখে দিলেই যে সুবিচার হল তা নয় ৷ তিনি আরও জানিয়েছেন তাদের হাতে আরও আইনি উপায় খোলা রয়েছে , তাই সেই সূত্র ধরেই এবার পরবর্তী কর্মপদ্ধতি স্থির করবেন ৷

এদিকে  কোর্টের আদেশে ফের একবার নতুন করে ফাঁসির সাজা ঘোষণা -র পর নতুন ডেথ ওয়ারেন্ট ইস্যু হয়েছে ৷  নির্ভয়া গণধর্ষণ-খুনে ৪ অপরাধীর ফাঁসি হবে ৩ মার্চ৷ ফের মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট৷ এই নিয়ে তৃতীয়বার ৪ গণধর্ষক, খুনির ফাঁসির তারিখ ও সময় জারি করা হল৷ এর আগে দু বারই আইনি জটিলতায় ফাঁসির আদেশ স্থগিত হয়ে যায়৷

advertisement

সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা জানান, নির্ভয়া কাণ্ডে ৪ অপরাধীর ফাঁসি হবে ৩ মার্চ সকাল ৬টায়৷

আরও পড়ুন - #IPL2020: ধামাকা দিয়ে আইপিএলে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি, CSK করেছে স্পেশাল প্ল্যান, ১ মার্চ যা হবে...

এদিকে এই রায়ের পরে নির্ভয়ার মা আশাদেবী কার্যত হতাশ ৷ তার পরিষ্কার কথা এই নিয়ে তিনবার এই ধর্ষকদের মৃত্যু পরোয়ানা জারি হল ৷ চারজন দোষী মুকেশ কুমার সিংহ (৩২), পহন গুপ্তা (২৫), বিনয় কুমার শর্মা (২৬), অক্ষয় কুমার (৩১) -র জন্য মৃত্যু পরোয়ানা জারি হয়েছে ৷ আদালত এদিন ধর্ষকদের মৃত্যুদণ্ড চাওয়া দিল্লি সরকার ও নির্ভয়ার মা -বাবার পিটিশন শুনছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল ধর্ষকদের মৃত্যুদণ্ড দিতে নিম্ন আদালত থেকে নতুন করে ডেথ ওয়ারেন্ট জারি করতে হবে ৷ ৩১ জানুয়ারি অবধি নিম্ন আদালতের সিদ্ধান্তের ওপর রদ ঘোষণা হয়েছিল ৷ নির্ভয়া মামলায় চার দোষী তিহাড় জেলে বন্দি রয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
#NirbhayaRapeCase: গরীবদেরও জন্যেও রয়েছে আইন, ফাঁসি সাজা প্রাপ্তদের হাতে এখনও কী আইনি বিকল্প থাকছে,জানালেন ধর্ষকদের আইনজীবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল