চার ধর্ষকদের আইনজীবী জানিয়েছে যে আইন আইন করে চিৎকার করলে বা দেওয়ালে লিখে দিলেই যে সুবিচার হল তা নয় ৷ তিনি আরও জানিয়েছেন তাদের হাতে আরও আইনি উপায় খোলা রয়েছে , তাই সেই সূত্র ধরেই এবার পরবর্তী কর্মপদ্ধতি স্থির করবেন ৷
এদিকে কোর্টের আদেশে ফের একবার নতুন করে ফাঁসির সাজা ঘোষণা -র পর নতুন ডেথ ওয়ারেন্ট ইস্যু হয়েছে ৷ নির্ভয়া গণধর্ষণ-খুনে ৪ অপরাধীর ফাঁসি হবে ৩ মার্চ৷ ফের মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট৷ এই নিয়ে তৃতীয়বার ৪ গণধর্ষক, খুনির ফাঁসির তারিখ ও সময় জারি করা হল৷ এর আগে দু বারই আইনি জটিলতায় ফাঁসির আদেশ স্থগিত হয়ে যায়৷
advertisement
সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা জানান, নির্ভয়া কাণ্ডে ৪ অপরাধীর ফাঁসি হবে ৩ মার্চ সকাল ৬টায়৷
আরও পড়ুন - #IPL2020: ধামাকা দিয়ে আইপিএলে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি, CSK করেছে স্পেশাল প্ল্যান, ১ মার্চ যা হবে...
এদিকে এই রায়ের পরে নির্ভয়ার মা আশাদেবী কার্যত হতাশ ৷ তার পরিষ্কার কথা এই নিয়ে তিনবার এই ধর্ষকদের মৃত্যু পরোয়ানা জারি হল ৷ চারজন দোষী মুকেশ কুমার সিংহ (৩২), পহন গুপ্তা (২৫), বিনয় কুমার শর্মা (২৬), অক্ষয় কুমার (৩১) -র জন্য মৃত্যু পরোয়ানা জারি হয়েছে ৷ আদালত এদিন ধর্ষকদের মৃত্যুদণ্ড চাওয়া দিল্লি সরকার ও নির্ভয়ার মা -বাবার পিটিশন শুনছিল ৷
সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল ধর্ষকদের মৃত্যুদণ্ড দিতে নিম্ন আদালত থেকে নতুন করে ডেথ ওয়ারেন্ট জারি করতে হবে ৷ ৩১ জানুয়ারি অবধি নিম্ন আদালতের সিদ্ধান্তের ওপর রদ ঘোষণা হয়েছিল ৷ নির্ভয়া মামলায় চার দোষী তিহাড় জেলে বন্দি রয়েছে ৷