TRENDING:

Nirbhaya Case| ভোরে ফাঁসি! পুরি-সবজি-কচুরি বানাচ্ছেন মা, ছেলেকে রাতে খাওয়াতে চান

Last Updated:

বুধবার দিল্লি হাইকোর্টে নির্ভয়ার ৪ দোষীর আরেকজনের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছে৷ রাষ্ট্রপতিও প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাত পোহালেই নির্ভয়ার ৪ গণধর্ষকের ফাঁসি৷ শুক্রবার ভোর সাড়ে ৫টায় ৪ জনকে ফাঁসি দেওয়া হবে, তা এখনও মোটামুটি নিশ্চিত৷ ছেলে যতই অপরাধী হোক, মায়ের স্নেহ শেষ মুহূর্তেও৷ সন্তান শোক প্রায় নিশ্চিত জেনে শেষ ইচ্ছের দাবি করলেন নির্ভয়া কাণ্ডে দোষী বিনয় শর্মার মা৷
advertisement

বাকি তিন জনের সঙ্গে বিনয়েরও ফাঁসি হবে আগামিকাল অর্থাত্‍‌ শুক্রবার ভোর সাড়ে ৫টায়৷ ৭ বছর ৩ মাসে ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়াকে গণধর্ষণ করে নৃশংস অত্যাচার করা হয়েছিল৷ ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্ভয়া৷

বুধবার দিল্লি হাইকোর্টে নির্ভয়ার ৪ দোষীর আরেকজনের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছে৷ রাষ্ট্রপতিও প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন৷ বিনয়ের কিউরেটিভ পিটিশন জানুয়ারি মাসেই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ রাষ্ট্রপতি ফেব্রুয়ারি মাসে প্রাণভিক্ষার আর্জি খারিজ করেন৷ তাই ৪ জনের ফাঁসি মোটামুটি নিশ্চিত৷

advertisement

advertisement

শুক্রবার ভোরে ছেলের ফাঁসি হবে৷ কেঁদে উঠল বিনয়ের মায়ের মন৷ দাবি করলেন, রাতে শেষবার ছেলেকে তিনি নিজে হাতে রেঁধে খাওয়াতে চান৷ বিনয়ের মা তিহার জেল কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন, তিনি পুরি, সবজি ও কচুরি বানাবেন৷ সেই খাবার যেন বিনয় শেষবার খায়৷

সংবাদমাধ্যমের প্রতিনিধি দিল্লির রবিদাস ক্যাম্পে বিনয়ের বাড়িতে গিয়েছিলেন৷ দরজা খুলে বিনয়ের মা বললেন, 'কে আপনি? কী চান? বাড়িতে কেউ নেই৷ আমার স্বামী কাজে বেরিয়েছে৷ আমি বিনয়ের মা৷'

advertisement

বস্তি এলাকার এঁদো গলিতে বাড়ি৷ বিনয়ের মায়ের বয়স ৫০৷ কিন্তু দেখলে অনেক বেশি বৃ্দ্ধা মনে হয়৷ সাংবাদিক দেখে চেঁচিয়ে উঠলেন, 'কী লিখবে তুমি? তোমার লেখায় কিছু হয়? ভগবান যদি না চান... ৷ সবই ভগবানের ইচ্ছে৷ করোনা ভাইরাসেই দেখুন না৷ কে বাঁচবে, কে মরবে, সব ঈশ্বরের ইচ্ছে৷ মানুষের নিয়ন্ত্রণ নেই৷ আপনারও নেই৷ আমারও নেই৷'

advertisement

এরপরেই বৃদ্ধা বললেন, 'তিহার জেল আমাকে ছেলের জন্য খাবার নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি৷ তবু যদি অনুমতি দেয়, তা হলে বিনয়ের জন্য একটু পুরি, কচুরি ও সবজি বানিয়ে নিয়ে যাবো৷'

বলে আনমনে বিড়বিড় করতে লাগলেন, ছেলেটা বড় ভালোবাসত৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nirbhaya Case| ভোরে ফাঁসি! পুরি-সবজি-কচুরি বানাচ্ছেন মা, ছেলেকে রাতে খাওয়াতে চান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল