TRENDING:

সুপ্রিম কোর্ট ফেরাল পবনকে, তবে কি আগামিকালই ফাঁসি নির্ভয়াকাণ্ডের আসামীদের

Last Updated:

আইনজ্ঞরা বলছেন, এখনও নিশ্চিত নয় পবনদের ফাঁসি৷ কারণ ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানিয়েছে পবন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লিঃ রাত পোহালেই ফাঁসি হওয়ার কথা৷ নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতের৷ সেই দণ্ডাজ্ঞা আটকাতে রায় সংশোধনের আর্জি জানিয়েছিল নির্ভয়া কাণ্ডের অন্যতম দণ্ডিত পবন গুপ্ত৷ সুপ্রিম কোর্ট তাকে ফিরিয়ে দিল৷ রায় সামনে আসতেই প্রশ্ন উঠছে, তা হলে কি পূর্ব নির্ধারিত দিন অর্থাৎ ৩মার্চই ফাঁসি হচ্ছে এই চার দণ্ডিতের?
advertisement

আইনজ্ঞরা বলছেন, এখনও নিশ্চিত নয় পবনদের ফাঁসি৷ কারণ ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানিয়েছে পবন ৷ এমনকি রাষ্ট্রপতি ফিরিয়ে দিলেও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যেতে পারেন ২৫ বছর বয়সি এই আসামী৷

২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল পবন৷ তাকে সোমবার ফিরিয়ে দেয় পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ৷

advertisement

ইতিপূর্বে মুকেশ সিংহ , বিনয় শর্মা ও অক্ষয় কুমারের প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করেছেন রাষ্ট্রপতি৷ এই রায়কে চ্যলেঞ্জ করেও খালি হাতে ফিরেছে মুকেশ ও বিনয়৷ তবে অক্ষয় এখনও আদালতে যাননি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

কাজেই আইনজ্ঞরা মনে করছেন অক্ষয় এবং পবন এই সুবিধেগুলি ব্যবহার করতে চাইবে৷ ফলে আগামী কাল তাদের ফাঁসি কার্যকর না হওয়ার সম্ভাবনাই বেশি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্ট ফেরাল পবনকে, তবে কি আগামিকালই ফাঁসি নির্ভয়াকাণ্ডের আসামীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল