৯ বছরের শিশুকন্যার মৃত্যুতে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে কেরলের কোঝিকোড়ে৷ ১৩ অগাস্ট জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর দিনই ১৪ অগাস্ট কোঝিকোড় মেডিক্যাল কলেজে ওই শিশুকন্যার মৃত্যু হয়৷ মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা অ্যামিবিক এনসেফেলাইটিসকে দায়ী করেছেন৷
কোন পুকুর বা জলাশয় থেকে থামারাসসারের বাসিন্দা ওই শিশুকন্যার শরীরে এই জীবাণুর সংক্রমণ ছড়াল, তার খোঁজ শুরু করেছে স্থানীয় প্রশাসন৷ সেই জলাশয়ের খোঁজ মিললেই আর কারা কারা সেখানে স্নান করেছেন, তা চিহ্নিত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক৷
advertisement
স্বাস্থ্য দফতরের ওই আধিকারিক জানিয়েছেন, কোঝিকোড় জেলা এ বছরেই মস্তিষ্কের এই ধরনের সংক্রমণ থেকে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটল৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, পুকুর, হ্রদের মতো পরিষ্কার জলাশয় থেকেই এই মারণ সংক্রমণ মানব শরীরে ছড়াতে পারে৷