TRENDING:

শহিদ স্বামীর কফিন জড়িয়ে বলেছিলেন ‘ভালবাসি তোমায়’, নিহত সেনার স্ত্রী যোগ দিলেন সেনায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নিকিতি কৌল ধৌনদিয়াল ৷ বিয়ের এক বছর পূর্তির দিনটাও উদযাপন করতে পারেননি তিনি ৷ তার আগেই সব শেষ ৷ গত বছর ১৪ ফেব্রুয়ারি ৷ ভালবাসার দিনেই পৃথিবী থেকে চিরতরে মুছে গিয়েছিল তাঁর জীবনের সমস্ত লাল রং ৷ পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন মেজর বিভূতি শঙ্কর ধৌনদিয়াল ৷ নিকিতার স্বামী ৷
advertisement

ফিরে আসার কথা ছিল বিবাহহার্ষিকীতে ৷ কিন্তু বাড়ির উঠনে রাখা ছিল নিথর বিভূতির নিথর দেহ ৷ বুকে ভিতর তখন উথাল পাথাল ৷ ঘন অন্ধকারে তখন প্রব ঝড় উঠছে ৷ কিন্তু ভেঙে পড়েননি নিকিতা ৷ চোখের অঝোর জলের ধারাকে আড়াল করে শক্ত, কঠিন মুখে স্বামীর নামে শপথ নিয়েছিলেন তিনি ৷ গোটা দেশ দেখেছিল সেই ছবি ৷ সদ্য স্বামীহারা এক নারী কফিনের সামনে দাঁড়ায়ে...কঠিন মুখ...দৃপ্ত চোখ...গর্বে ভরে উঠছে মন...অথচ ভিতরে ভিতরে ভেঙেচুরে যাচ্ছেন ৷ স্বামীর দেহের সামনে দাঁড়ায়ে সেদিন স্যালুট করেছিলেন নিকিতা ৷ আর কফিন জড়িয়ে অস্ফুটে বলে উঠলেন, ‘আই লভ ইউ ৷’ চুমুতে ভরিয়ে দিয়েছিলেন প্রিয়তমকে ৷

advertisement

সেদিনই নিকিতা শপথ করেছিলেন স্বামীর আদর্শেই দেশসেবা করবেন তিনি ৷ ২৮ বছরের নিকিতা কর্পোরেট কর্মী ছিলেন ৷ কিন্তু গত এক বছর ধরে তাঁর ধ্যানজ্ঞান শুধুই ছিল এসএসসি (শর্ট সার্ভিস কমিশন) ৷ ছ’মাস আগে পরীক্ষায় বসেন ৷ ইন্টারভিউতেও ডাক পান নিকিতা ৷ এখন বাকি শুধু মেরিট লিস্ট আসার ৷

advertisement

এখনও দেহরাদূনে নিজের শ্বশুরবাড়িতেই তাকেন নিকিতা ৷ তিনি জানান, শাশুড়িই তাঁকে সবচেয়ে বেশি মনোবল জুগিয়েছেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যপারে ৷ আর স্বামী বিভূতি? নিকিতা জানান, ‘‘প্রথমদিকে কিছুতেই নিজের মনকে একত্র করতে পারিনি ৷ নিজের মধ্যে ছিলাম না ৷ এরকম ধাক্কা কাটিয়ে ওটা সহজ নয় ৷ তারপর আসতে আসতে বিভুর কথা ভাবলাম ৷ ভাবলাম ও থাকলে এই সময় কী সিদ্ধান্ত নিত ৷ দেখলাম ও সবসময় আমার পাশেই রয়েছে ৷ আমাদের বিয়ে তো ভাঙেনি ৷ বিয়ের শপথ ও ভুলে যায়নি ৷ বিভু সবসময় আমার পাশে পাশেই রয়েছে ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চাকরি ছেড়ে মন দিয়ে পড়াশোনা শুরু করেন নিকিতা ৷ পরিবারের মনোবল ফিরিয়ে দেওয়ার জন্য এছাড়া আর কিছু করার ছিল না তাঁর ৷ তাঁর কথায়, ‘‘যখন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিচ্ছিলাম মনে এক অদ্ভুত সাহস পাই। আমার স্বামীও এই পরীক্ষায় ভাল ফল করেন। মনে হচ্ছিল ও আমার পাশে বসেই আছে, ওর অনুভূতির সঙ্গে নিজের আত্মবিশ্বাস মিলিয়ে দিয়েছিলাম। ইন্টারভিউতে আমাকে পরীক্ষকরা প্রশ্ন করেছিলেন, ‘বিয়ের কত দিন হয়েছিল?’ আমি উত্তর দিই, ‘দু’বছর ৷’ ওঁনারা অবাক হয়ে বললেন, ‘ন’মাস শুনেছিলাম’, আমি হেসে বললাম, ‘বিবাহিত জীবন তো এখনও শেষ হয়নি!’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শহিদ স্বামীর কফিন জড়িয়ে বলেছিলেন ‘ভালবাসি তোমায়’, নিহত সেনার স্ত্রী যোগ দিলেন সেনায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল