নাইট কার্ফু ছাড়া চিকিৎসা, নার্সিং এবং প্যারা মেডিকেল সংস্থা ছেড়ে সমস্ত সরকারি, বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও কোচিং সংস্থা বন্ধ থাকবে ৷ কেবল পরীক্ষা ও প্র্যাক্টিকেল পরীক্ষার সময় বিদ্যালয় ও মহাবিদ্যালয় খোলার ছাড় দেওয়া হয়েছে ৷ সমস্ত পার্ক, স্টেডিয়াম সকালে ও বিকেলে কিছু ঘণ্টার জন্য খোলা থাকবে ৷
এর পাশাপাশি পারিবারিক সামাজিক আয়োজন ও ধার্মিক আয়োজন ছাড়া ৫ জনের বেশি কাউকে রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না ৷ গঙ্গার ঘাটে আরতি কম স্তরে হবে এবং সেখানে সাধারণ মানুষকে উপস্থিত থাকতে দেওয়া হবে না ৷
advertisement
সূত্রের খবর অনুযায়ী, লখনউ ও কানপুরের মতো বারাণসীতে লাগাতার ৫০০-র বেশি জন করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ এই সমস্ত জেলায় কড়া বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2021 10:29 AM IST