TRENDING:

পাঠানকোট তদন্তে পাকিস্তানে যাচ্ছে NIA

Last Updated:

পাঠানকোট তদন্তে পাকিস্তানে যাচ্ছে সম্ভাবNIA ৷ আগামী মাসের প্রথম সপ্তাহে NIA আধিকারিকদের পাকিস্তান যাওয়ার না রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাঠানকোট তদন্তে পাকিস্তানে যাচ্ছে সম্ভাবNIA ৷ আগামী মাসের প্রথম সপ্তাহে NIA আধিকারিকদের পাকিস্তান যাওয়ার কথা রয়েছে ৷ জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজাহার জেরা করতে চায় ভারতীয় তদন্তকারী দল ৷জইশের কমান্ডার ইন চিফ আসগর ও কাশিফকেও তারা জেরা করতে চায় ৷ পাকিস্তানের কাছে এই ৩ জঙ্গিকে জেরার অনুমতি চেয়েছে NIA ৷ পাক তদন্তকারী দলের মাধ্যমে এমনই বার্তা দিতে চায় NIA ৷
advertisement

রবিবার পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্ত করতে ভারতে আসে পাকিস্তানের জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (JIT)। বায়ুসেনা ঘাঁটির যে অংশে হামলা হয়েছিল কেবল সেই জায়গা পরিদর্শন করে দেখেন পাক দল ৷ তবে পাক দল আসায় পাঠানকোট বায়ুসেনা ঘাঁটির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা ৷ পাকিস্তানের কাছে নতজানু হয়েছেন মোদি ৷ তিনি দেশকে বিকিয়ে দিয়েছেন ৷ এই অভিযোগে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটির সামনে বিক্ষোভে সামিল হয় স্থানীয় কংগ্রেস সমর্থকরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চলতি বছরের জানুয়ারি মাসের ২ তারিখ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা ৷ ৮০ ঘণ্টার দীর্ঘ এই গুলির লড়াইয়ে সাতজন ভারতীয় সেনা শহীদ হন ৷ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলা চালায় বলে অভিযোগ ৷ প্রমাণ হিসেবে বেশ কিছু নথি ভারত তুলে দেয় পাকিস্তানের হাতে ৷ সেই বিষয়েই তদন্ত করতে ভারতে এসেছিল পাক তদন্তকারী দল ৷ এবার পাকিস্তানে যাবে ভারতের গোয়েন্দা সংস্থার আধাকারিকরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোট তদন্তে পাকিস্তানে যাচ্ছে NIA