TRENDING:

News24 Chanakya Exit Poll: পাঁচ রাজ্যে কোথায় কাকে এগিয়ে রাখল নিউজ ২৪ চাণক্য় বুথ ফেরত সমীক্ষা?

Last Updated:

News24 Chanakya Exit Poll: ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব (Punjab Exit Polls) বিধানসভায় ১০০টি আসন পেতে পারে আম আদমি পার্টি বা আপ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ফলপ্রকাশ ১০ মার্চ। নিউজ ২৪- চাণক্য়ের সমীক্ষায় উত্তর প্রদেশে (Uttar Pradesh Elections 2022) ফিরছে বিজেপি৷ উত্তরাখণ্ডেও তাই। বিজেপি-কে পিছনে ফেলে পঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে আম আদমি পার্টি৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ফের যোগী রাজ? পঞ্জাবে কংগ্রেসকে ছাপিয়ে যেতে পারে AAP

নিউজ ২৪- চাণক্য়ের সমীক্ষা অনুযায়ী ৪৩ শতাংশ ভোট পেয়ে ২৯৪ (+/-১৯)টি আসন পেতে পারে বিজেপি। সপা পেতে পারে ১০৫ (+/-১৯)টি আসন। বসপা পেতে পারে ২ থেকে ৩টি ও কংগ্রেস ১টি। পাঁচ রাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর পূর্বাভাস মিলে গেলে যথেষ্টই স্বস্তিতে থাকবে বিজেপি৷ কারণ কৃষি আইন নিয়ে আন্দোলনের জেরে বিজেপি-র উপরে কৃষকদের ক্ষোভ যেভাবে জমেছিল, তাতে পঞ্জাবে ক্ষমতায় ফেরার আশা করেনি বিজেপি নেতৃত্ব৷  শেষ পর্যন্ত এই পূর্বাভাস মেলে কি না, তা অবশ্য জানা যাবে আগামী ১০ মার্চ৷ বিধানসভার মোট আসন সংখ্য়া ৪০০। জনসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ফের বিজেপি-র জেতার আভাস।

advertisement

আরও পড়ুন: বিপুল আসন কমলেও উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় বিজেপি! ইঙ্গিত বুথ ফেরৎ সমীক্ষায়

১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব (Punjab Exit Polls) বিধানসভায় ১০০টি আসন পেতে পারে আম আদমি পার্টি বা আপ৷ বর্তমানে ক্ষমতায় থাকা কংগ্রেস পেতে পারে ১০টি আসন। শিরোমণি অকালি দলের জোট পেতে পারে ৬টি আসন। বিজেপি পেতে পারে ১টি আসন।

advertisement

উত্তরাখণ্ডে (Uttarakhand Exit Polls) ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৩টি আসন পেতে পারে৷ এই সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডে কংগ্রেস পেতে পারে ২৪টি আসন৷ সুতরাং গেরুয়া ঝড় বইবে সেখানেও।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

(সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে জনমতের সম্ভাব্য ফল তুলে ধরার চেষ্টা করেছে৷ এই প্রতিবেদনে সেই পরিসংখ্যানই তথ্য আকারে তুলে ধরা হয়েছে৷ ভোটের প্রকৃত ফলের সঙ্গে যা নাও মিলতে পারে৷)

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
News24 Chanakya Exit Poll: পাঁচ রাজ্যে কোথায় কাকে এগিয়ে রাখল নিউজ ২৪ চাণক্য় বুথ ফেরত সমীক্ষা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল