আরও পড়ুন: উত্তরপ্রদেশে ফের যোগী রাজ? পঞ্জাবে কংগ্রেসকে ছাপিয়ে যেতে পারে AAP
নিউজ ২৪- চাণক্য়ের সমীক্ষা অনুযায়ী ৪৩ শতাংশ ভোট পেয়ে ২৯৪ (+/-১৯)টি আসন পেতে পারে বিজেপি। সপা পেতে পারে ১০৫ (+/-১৯)টি আসন। বসপা পেতে পারে ২ থেকে ৩টি ও কংগ্রেস ১টি। পাঁচ রাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর পূর্বাভাস মিলে গেলে যথেষ্টই স্বস্তিতে থাকবে বিজেপি৷ কারণ কৃষি আইন নিয়ে আন্দোলনের জেরে বিজেপি-র উপরে কৃষকদের ক্ষোভ যেভাবে জমেছিল, তাতে পঞ্জাবে ক্ষমতায় ফেরার আশা করেনি বিজেপি নেতৃত্ব৷ শেষ পর্যন্ত এই পূর্বাভাস মেলে কি না, তা অবশ্য জানা যাবে আগামী ১০ মার্চ৷ বিধানসভার মোট আসন সংখ্য়া ৪০০। জনসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ফের বিজেপি-র জেতার আভাস।
advertisement
আরও পড়ুন: বিপুল আসন কমলেও উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় বিজেপি! ইঙ্গিত বুথ ফেরৎ সমীক্ষায়
১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব (Punjab Exit Polls) বিধানসভায় ১০০টি আসন পেতে পারে আম আদমি পার্টি বা আপ৷ বর্তমানে ক্ষমতায় থাকা কংগ্রেস পেতে পারে ১০টি আসন। শিরোমণি অকালি দলের জোট পেতে পারে ৬টি আসন। বিজেপি পেতে পারে ১টি আসন।
উত্তরাখণ্ডে (Uttarakhand Exit Polls) ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৩টি আসন পেতে পারে৷ এই সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডে কংগ্রেস পেতে পারে ২৪টি আসন৷ সুতরাং গেরুয়া ঝড় বইবে সেখানেও।
(সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে জনমতের সম্ভাব্য ফল তুলে ধরার চেষ্টা করেছে৷ এই প্রতিবেদনে সেই পরিসংখ্যানই তথ্য আকারে তুলে ধরা হয়েছে৷ ভোটের প্রকৃত ফলের সঙ্গে যা নাও মিলতে পারে৷)