মধ্য প্রদেশের রাজনীতিতে বারবার রাজনৈতিক পালাবদল হয়েছে। কিন্তু ২০২৩ সালের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। গত বারের চেয়ে ৫৪টি বেশি। মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ। যা ২০০৩ সালের চেয়ে প্রায় পাঁচ শতাংশ বেশি। অন্য দিকে, ৬৬টি আসনে জেতা কংগ্রেস ভোট পেয়েছে প্রায় ৪১ শতাংশের কাছাকাছি। আট শতাংশের ওই ভোটের পার্থক্যে কংগ্রেসের চেয়ে ৯৭টি আসন বেশি জিতেছে বিজেপি।
advertisement
আরও পড়ুন: নিউজ এইট্টিনের ওপিনিয়ন পোলে ইঙ্গিত, বিহারে ৪০-এর মধ্যে ৩৮ আসন পেতে পারে এনডিএ
দেশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য। মোট ২৯ লোকসভা আসন রয়েছে মধ্যপ্রদেশে। আসনগুলি হল, মোরেনা, ভিন্দ, গোয়ালিয়র, গুনা, সাগর, টিকামগড়, দামহো, খাজুরাহো, সাতনা, রেওয়া, সিদ্ধি,শাদোল, জব্বলপুর, মাণ্ডেলা, বালাঘাট, ছিন্দওয়ারা, হোসাঙ্গাবাদ, বিদিশা, ভোপাল,রাজগড়, দেওয়াস, উজ্জয়িন, মন্দসৌর, রতলাম, ধর, ইন্দোর, খারগোন, খাণ্ডোয়া,বেতুল।
আরও পড়ুন: ২১ রাজ্যের ৫১৮ লোকসভা আসনে সমীক্ষা, ‘মেগা ওপিনিয়ন পোল’ এবার নিউজ18-এ
২০১৯ সালের লোকসভা ভোটে মোট ২৯ আসনের মধ্যে ২৯ আসনই পেয়েছিল বিজেপি। এবার ১ আসন কম পেতে পারে বিজেপি।