নির্বাচন কমিশনের চেষ্টা, সেলিব্রিটিদের আবেদন সত্ত্বেও ভোট দিতে তেমন আগ্রহ দেখালেন না মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটাররা। বিকেল ৪ টে পর্যন্ত হরিয়ানায় ভোট পড়েছে ৫২.০৭ শতাংশ। মহারাষ্ট্রে এই হার ৪৫.০২। দুই রাজ্যেই ভোট ঘিরে বড় কোনও গন্ডগোল হয়নি। বেদ ও ঝালনায় এনসিপি ও শিবসেনা সমর্থকের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। দু-রাজ্যেই ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি।
advertisement
ভোটের ঠিক আগে, রবিবার পাক অধিকৃত কাশ্মীরি আর্টিলারি হামলা চলে। জাতীয়তাবাদী হাওয়া তুলতেই এই কৌশল বলে অভিযোগ কংগ্রেস সহ সব বিরোধী দলের।
সমস্ত বুথ ফেরত সমীক্ষায় মহারাষ্ট্রে ফের সরকার গড়তে চলেছে বিজেপি ৷ মহারাষ্ট্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ শতাংশ। ২৮৮ আসনের বিধানসভায় ২৪৩ আসনে জিততে চলেছে বিজেপি জোট। কংগ্রেস জোট পেতে পারে ৪১ টি আসন। অন্যান্যদের দখলে জেতে পারে চারটি আসন। ইঙ্গিত News18IPSOS সমীক্ষায়।
India Today-Axis My Poll এর সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা জোটের দখলে যেতে পারে ১৬৬-১৯৪ আসনে ৷ কংগ্রেস-এনসিপি জোট পেতে পারে ৭২-৯০ আসন ৷ অন্যান্যরা ২২-৩৪টি আসন ৷
TIMES NOW Exit Poll এর সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জয়ী হতে পারে ২৩০ আসনে ৷ কংগ্রেস ও এনসিপি পেতে পারে মাত্র ৪৮টি আসন ৷ অন্যান্যরা ১০ টি আসন ৷
ABP News Exit Poll এর সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রে বিজেপি ও শিব সেনা জোট পেতে পারে ২০৪ আসন ৷ এনসিপি ও কংগ্রেস পেতে পারে ৬৯ আসন ৷ অন্যান্যরা পেতে পারে ১৫ আসন ৷