TRENDING:

#News18IPSOS Exit Poll: প্রথম ৫ দফায় ২৪৮ আসনে জয়লাভ করে এগিয়ে বিজেপি, ধারে কাছে নেই UPA

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজই শেষ হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন । শেষ হয়েছে চূড়ান্ত দফার ভোটগ্রহণ। বুথফেরত সমীক্ষা অনুযায়ী এখনও পর্যন্ত আসন সংখ্যার দিক দিয়ে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন NDA। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ দফায় ৩৭৪টি আসনে ভোটগ্রহণের পর ফের কংগ্রেসকেও অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি-NDA জোট । প্রথম দফায় ৯১টি আসনের মধ্যে ৩৮-৪২টি আসন যাচ্ছে NDAএর দখলে, দ্বিতীয় দফায় ৯৫টি আসনের মধ্যে ৫০-৫৪টি আসন যাচ্ছে NDAএর দখলে, তৃতীয় দফায় ১১৬টি আসনের মধ্যে ৭১-৭৫টি যাচ্ছে NDA এর দখলে ও চতুর্থ দফায় ৭২টি আসনের মধ্যে ৫৩-৫৭ আসনে জয়ী হতে পারে বিজেপি-NDA জোট ও পঞ্চম দফায় ৫০টি আসনের মধ্যে ৩৬-৩৯টি আসন পেতে পারে NDA।
advertisement

প্রথম দফায় ৯১টি আসনের মধ্যে ৪-৭টি আসন পেতে পারে UPA, দ্বিতীয় দফায় ৯৫টি আসনের মধ্যে ৩১-৩৫টি আসন পেতে পারে UPA , তৃতীয় দফায় ১১৬টি আসনের মধ্যে ১৪-১৮টি আসন পেতে পারে UPA , চতুর্থ দফায় ৭২টি আসনের মধ্যে ২-৪টি আসন পেতে পারে কংগ্রেস-UPA জোট ও পঞ্চম দফায় ৫০টি আসনের মধ্যে ৩- ৭টি আসন পেতে পারে কংগ্রেস-UPA জোট ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অর্থাৎ প্রথম চার দফায় মোট ৪২৪টি আসনে ভোটগ্রহণের পর ২৪৮-২৬৭ আসন পেতে পারে NDA ও ৫৪-৭১টি আসন পেতে পারে UPA।

বাংলা খবর/ খবর/দেশ/
#News18IPSOS Exit Poll: প্রথম ৫ দফায় ২৪৮ আসনে জয়লাভ করে এগিয়ে বিজেপি, ধারে কাছে নেই UPA