চিনের কাছে ভারতের মার্কেট অত্যন্ত লোভনীয় ৷ কোয়ালিটি উচ্চমানের নয়, কিন্তু দাম অত্যন্ত কম হওয়ার কারণে দেশের অভ্যন্তরে চিনা সামগ্রীর চাহিদা প্রচুর ৷ ভারতীয় বাজার থেকে চিনের আয় শুনলে চোখ ছানাবড়া হতে বাধ্য ৷ এবার সেই রাস্তাই বন্ধ করে চিনকে জবাব দিতে চায় ভারত ৷
advertisement
চিন ভারত স্ট্যান্ড অফের পরেই NEWS18 ভারত চিনের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন তৈরি করে দেশবাসীর কাছে ও বিভিন্ন ভাষাভাষী মানুষের সামনে রেখেছিল। সেই প্রশ্নগুলির মধ্যে একটি ছিল, বর্তমান পরিস্থিতিতে চিনের তৈরি সামগ্রী ব্যবহার নিয়ে পুনরায় ভাববেন? সেই বিষয়ে উত্তর দিতে গিয়ে ৭২.১ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা চিনের তৈরি কোনও সামগ্রীই কিনবেন না। আর ২৩.৫ শতাংশ মানুষ বলেছেন, চিনের তৈরি জিনিস বিক্রি তারা কমিয়ে দেবেন ৷ তবে দেশের ৪.৪ শতাংশ মানুষ বলেছেন, যাই হোক যাক, চিনা জিনিসের দাম অনেক কম, তাই তারা সেটাই কিনবেন ৷
বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ৮১ শতাংশ বাঙালি বলেছেন, তারা চিনের তৈরি সামগ্রী ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেবেন ৷ ১৪ শতাংশ বাঙালি চিনের জিনিস ব্যবহার করলেও আগের থেকে তা অনেক কমিয়ে দেবেন বলেছেন ৷ অন্যদিকে ৫ শতাংশ বাঙালির মত, যাইহোক চিনা জিনিস অনেক কম দামে মেলে তাই তা ব্যবহার পকেটসই ৷
শুধু এই নয়, NEWS18 চিনা জিনিস বয়কট করা নিয়ে দেশের মানুষের মন বুঝতে সরাসরি প্রশ্ন রেখেছিল, বর্তমান পরিস্থিতিতে চিনা জিনিস ও পরিষেবা বয়কটের যে ডাক উঠেছে তা কতজন ভারতীয় সমর্থন করেন? ৯০.৬ শতাংশ ভারতীয়রা বলেছেন, তারা চিনের তৈরি সামগ্রী বর্জনের কর্মসূচিকে পুরোপুরি সমর্থন করেন ৷ অন্যদিকে, ৯.৪ শতাংশ এমন ভাবেন না ৷ এরমধ্যে ৮৮ শতাংশ বাঙালি সম্পূর্ণভাবে বয়কট চায়না প্রোডাক্ট-এর সঙ্গে রয়েছেন তো ১২ শতাংশ বাঙালি এই এ্যাজেন্ডাকে সমর্থন করে না ৷