TRENDING:

News18 Rising India Summit: মার্কশিটে দশে দশ দিলেন রাজনাথ...কে পেল ফুল মাকর্স ?

Last Updated:

নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়া সমিটে কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখতে গিয়ে তাঁর সরকারের একাধিক সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়া সামিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখতে গিয়ে তাঁর সরকারের একাধিক সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন ৷ তিনি বলেছেন বেশ কিছু দুঃখ জনক ঘটনা ঘটছে ঠিকই কিন্তু পরিমাণে অনেক কম, তাঁর সরকার অক্লান্ত পরিশ্রম করে চলেছে দিনের পর দিন ৷ শতাংশের বিচারে মাওবাদী সমস্যা অনেকটাই নির্মূল হয়েছে, গৃহমন্ত্রী হিসেবে তিনি প্রতি নিয়ত সমস্ত ঘটনা দর্ঘটনার খবরাখবর রাখেন, এই অবস্থায় দেশে ব্যাঙ্ক জালিয়াতির নামক সংক্রমণটি দ্রুত ছড়িয়ে পড়েছে, তিনি বলেন তাঁর সরকার ব্যাঙ্ক জালিয়াতদের কঠোর থেকে কঠোরতম সাজা দিতে বদ্ধপরিকর, তিনি আবার মনে করিয়ে দেন মিনিমাম গভরমেন্ট, ম্যাক্সিমাম গভরনেন্সের কথা ৷
advertisement

পাকিস্তান প্রসঙ্গে বলেছেন পাকিস্তান আছে পাকিস্তানেই, যারা সন্ত্রাসমূলক কার্যকলাপ করে চলেছে দিনের পর দিন তাদেরকেই আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে ৷ শান্তির পরিবেশ বজায় রাখার আমরা হাজার চেষ্টা করলেও তার সম্মান করেনি পাকিস্তান ৷ তিনি বলেন উন্নত দেশ গঠন করার সাথে সাথে যদি কোনও কঠোর সিদ্ধান্ত নিতে হয়, তা দলমত নির্বিশেষে করা উচিৎ ৷ তিনি যখন উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী ছিলেন তখনও মানতেন আজ যখন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুধু বদল হয়েছে অবস্থানের কিন্তু বদলায়নি মানসিকতা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিনি বলেছেন দেশের বিকাশে প্রতিটি ভারতীয় সমান গুরুত্ব আছে, কৃষক থেকে বিজ্ঞানি, রাজনীতি থেকে অর্থনীতি, খেলাধূলা থেকে বিনোদন ৷ এর মধ্যে দিয়েই তিনি সওয়াল করেন টিম ইন্ডিয়ার ও আচ্ছে দিনের পক্ষে ৷ বলেন তাঁর সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্পের সুফল পাবে দেশবাসী ৷ নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়ার মঞ্চে বেশ খোলামেলা ও অকপট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
News18 Rising India Summit: মার্কশিটে দশে দশ দিলেন রাজনাথ...কে পেল ফুল মাকর্স ?