পাকিস্তান প্রসঙ্গে বলেছেন পাকিস্তান আছে পাকিস্তানেই, যারা সন্ত্রাসমূলক কার্যকলাপ করে চলেছে দিনের পর দিন তাদেরকেই আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে ৷ শান্তির পরিবেশ বজায় রাখার আমরা হাজার চেষ্টা করলেও তার সম্মান করেনি পাকিস্তান ৷ তিনি বলেন উন্নত দেশ গঠন করার সাথে সাথে যদি কোনও কঠোর সিদ্ধান্ত নিতে হয়, তা দলমত নির্বিশেষে করা উচিৎ ৷ তিনি যখন উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী ছিলেন তখনও মানতেন আজ যখন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুধু বদল হয়েছে অবস্থানের কিন্তু বদলায়নি মানসিকতা ৷
advertisement
তিনি বলেছেন দেশের বিকাশে প্রতিটি ভারতীয় সমান গুরুত্ব আছে, কৃষক থেকে বিজ্ঞানি, রাজনীতি থেকে অর্থনীতি, খেলাধূলা থেকে বিনোদন ৷ এর মধ্যে দিয়েই তিনি সওয়াল করেন টিম ইন্ডিয়ার ও আচ্ছে দিনের পক্ষে ৷ বলেন তাঁর সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্পের সুফল পাবে দেশবাসী ৷ নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়ার মঞ্চে বেশ খোলামেলা ও অকপট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷