প্রথম সারির মিডিয়া মেজারমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স সংস্থা কমস্কোর-এর তথ্য অনুযায়ী, গত মাসে (জুন, ২০২১) বিভিন্ন ভারতীয় ভাষায় নিউজ18-এর ১২ টি ওয়েবসাইটের পেজ ভিউ ৯৪১ মিলিয়ন ৷ তুলনায় টাইমস গ্রুপের আঞ্চলিক ভাষায় যে ওয়েবসাইট রয়েছে, তাদের সংগ্রহ ৯২৪ মিলিয়ন পেজ ভিউ৷
ডিজিটাল মাধ্যমে পেজ ভিউ অন্যতম গুরুত্বপূর্ণ মাণদণ্ড ৷ সেই পরিসংখ্যানের দিক থেকে নিউজ18 এবং টাইমস গোষ্ঠীর পর তৃতীয় স্থানে আছে ‘লাইভ হিন্দুস্তান’৷ তাদের পেজ ভিউ ৪৮৬ মিলিয়ন ৷ ৪৭৮ মিলিয়ন পেজ ভিউ নিয়ে চতুর্থ স্থানে আছে ‘আজ তক’৷
advertisement
স্থানীয় সংবাদ থেকে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী, নিউজ18-র সব ওয়েবসাইটের কভারেজে পাঠকই কেন্দ্রবিন্দু ৷ প্রাসঙ্গিক ও চিত্তাকর্ষক সংবাদ পরিবেশন করে নিউজ18 নিজেদের সুনাম তৈরি করেছে সবথেকে বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের পরিচয়ে ৷ সেইসঙ্গে, বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও খবরে নিউজ18-র প্রতিক্রিয়া পাওয়া যায় সবার আগে ৷
রাজনীতি থেকে ক্রীড়া৷ প্রযুক্তি থেকে বিনোদন ৷ সব ক্ষেত্রে নিউজ18-এর ওয়েবসাইটে থাকে তীক্ষ্ণ মন্তব্য, এক্সক্লুসিভ নিবন্ধ, স্পেশাল স্টোরি এবং বড় ব্রেকিং ৷
ইংরেজির পাশাপাশি হিন্দি, তেলুগু, মরাঠি, তামিল, বাংলা, মালয়লম, কন্নড়, গুজরাতি, অসমিয়া, পঞ্জাবি, ওড়িয়া এবং ঊর্দু ভাষায় নিউজ18-র ওয়েবসাইট বর্তমান ৷
এই নিরবচ্ছিন্ন সমর্থন এবং অটুট বিশ্বাসের জন্য নিউজ18 তার পাঠকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে ৷