TRENDING:

#AmitShahToNews18: পশ্চিমবঙ্গে কি জারি হবে রাষ্ট্রপতি শাসন? NEWS18-এ যা বললেন অমিত শাহ

Last Updated:

সামনে বিধানসভা ভোট। তার আগে, NEWS18 এক্সক্লুসিভ সাক্ষাৎকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে অমিত শাহ যা বললেন, তাতে জোর জল্পনা, পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কি জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? News18-এ এক্সক্লুসিভ ইন্টারভিউতে অমিত শাহের মন্তব্যে জল্পনা জোরাল। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে এর আগেও দাবি উঠেছে ৷ তবে সম্প্রতি বিজেপি নেতা-কর্মীদের খুন থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন বাংলার বিজেপি নেতারা ৷
advertisement

কৈলাস বিজয়বর্গী থেকে বাবুল সুপ্রিয়, সম্প্রতি সকলেই রাজ্যের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করে আসছেন ৷ শনিবার Network18-এর এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাত্‍কার পর্বে সেই প্রসঙ্গ উঠতেই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলার বর্তমান পরিস্থিতিতে বিজেপি নেতাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের এই দাবি সঙ্গত ৷

একইসঙ্গে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি শাসন কোনও রাজনৈতিক দলের নেতার দাবি মতো হয় না ৷ ভারতীয় সংবিধানে যে নিয়মের কথা বলা হয়েছে, সেই নিয়ম মেনেই একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ৷ কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে আগে রাজ্যপালের রিপোর্ট দেখতে হবে ৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে হবে, তারপর রাষ্ট্রপতি শাসন জারি ৷'

advertisement

যদিও এদিনের সাক্ষাৎকারে দলীয় নেতাদের সুরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সুর চড়িয়েছেন শাহ। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, করোনা পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সমস্যার সঙ্গে লড়ার চেষ্টা করছিলেন তা ঠিক ছিল না ৷ সরকার পর্যাপ্ত উপায় নেয়নি বলে মত শাহের ৷ ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতি মোকাবিলা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বলেন, আমফানের জন্য যা সাহায্য পাঠানো হয়েছিল তা নিয়ে চরম দুর্নীতি হয়েছে ৷ যাদের প্রয়োজন তাদের কাছে না পৌঁছে ভুল হাতে চলে গিয়েছে ৷ ত্রাণ বিতরণে হাজার হাজার দুর্নীতির অভিযোগ মিলেছে বলে ক্ষোভ প্রকাশ করেন অমিত শাহ ৷

advertisement

এখানেই শেষ নয়, তৃণমূল সরকারকে নিশানা করে শাহ বলেন, ‘বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে ৷ ওখানে দুর্নীতি চরমে ৷ গোটা রাজ্যে পরিস্থিতি সাংঘাতিক খারাপ ৷ যেভাবে বিপক্ষের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে, অন্য কোথাও এমন ঘটনা ঘটে না ৷ তবু আমরা নিজেদের লড়াই থেকে পিছনে হটব না এবং ভোটে জয়ী হব ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বছর গড়ালেই বিধানসভা ভোট। প্রায় সব ইস্যুতেই এখন তৃণমূল ও বিজেপির মুখোমুখি লড়াই। এরই মাঝে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে অমিত শাহের মন্তব্যে শুরু হল জোর জল্পনা । জোড়া ফুল-পদ্মফুলের তরজাও তুঙ্গে।

বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: পশ্চিমবঙ্গে কি জারি হবে রাষ্ট্রপতি শাসন? NEWS18-এ যা বললেন অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল