নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, উত্তর প্রদেশের ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোট একাই পেতে পারে ৭৭টি আসন৷ সেখানে ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে পারে মাত্র ২টি আসন৷ একটি আসনে জয়ী হতে পারে মায়াবতীর বিএসপি৷ সমীক্ষায় ইঙ্গিত, উত্তর প্রদেশে প্রায় ৫৭ শতাংশ ভোট পেতে পারে এনডিএ৷
আরও পড়ুন: নিউজ 18 ওপিনিয়ন পোল: বিহার-মধ্যপ্রদেশে NDA ঝড়, কেরলে খাতা খুলতে চলেছে বিজেপি!
advertisement
২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপি ৮০টির মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল৷ নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় ইঙ্গিত, এবার সেই ফলকেও ছাপিয়ে যেতে পারে বিজেপি৷
পশ্চিমবঙ্গের মতো কয়েকটি রাজ্যে চেষ্টা করেও ইন্ডিয়া জোট শেষ পর্যন্ত দিনের আলো দেখেনি৷ তবে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে আসন রফা হয়েছে কংগ্রেসের৷ সেখানেও এমন বিপর্যয়ের ইঙ্গিত ইন্ডিয়া জোট তথা কংগ্রেস নেতৃত্বের কাছে বিরাট উদ্বেগের কারণ৷