TRENDING:

Bengaluru Couple Death: দু মাস আগে বিয়ে, শ্রীলঙ্কায় মধুচন্দ্রিমা!দু দিনের ব্যবধানে নিজেদের শেষ করলেন বেঙ্গালুরুর নবদম্পতি

Last Updated:

মাত্র দু দিন আগেই বেঙ্গালুরুতে আত্মঘাতী হয়েছেন ওই যুবকের স্ত্রী জ্ঞানভি৷ এই ঘটনার পরই ওই যুবকের বিরুদ্ধে স্ত্রীর মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু থেকে মহারাষ্ট্রের নাগপুরে এসে আত্মঘাতী হলেন এক যুবক৷ মৃত ওই যুবকের নাম সুরজ শিভান্না (৩৬)৷ নাগপুরের একটি হোটেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ ওই যুবকের মাও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে খবর৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পুলিশ জানতে পেরেছে, মাত্র দু দিন আগেই বেঙ্গালুরুতে আত্মঘাতী হয়েছেন ওই যুবকের স্ত্রী জ্ঞানভি৷ এই ঘটনার পরই ওই যুবকের বিরুদ্ধে স্ত্রীর মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়৷ তার পরেই বেঙ্গালুরু থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে গিয়ে নাগপুরের হোটেলে আত্মঘাতী হন ওই যুবক৷

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর ওই দম্পতির বিয়ে হয়৷ বিয়ের পর শ্রীলঙ্কায় মধুচন্দ্রিমাতেও যান তাঁরা৷ কিন্তু সেখানে গিয়েই ওই নবদম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ যার জেরে মধুচন্দ্রিমা শেষ না করেই গত সপ্তাহে ফিরে আসেন তাঁরা৷

advertisement

জ্ঞানভির বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে অপমান, তাচ্ছিল্য করায় ২৬ বছর বয়সি ওই তরুণীকে ফিরিয়ে নিয়ে আসেন তাঁরা৷ মঙ্গলবার জ্ঞানভি আত্মহত্যার চেষ্টা করেন৷ তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর৷

জ্ঞানভির মৃত্যুর পর তাঁর পরিবার সুরজ শিভান্না এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচার করার অভিযোগ দায়ের করে৷ এমন কি, ওই তরুণীর শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেফতারের দাবিতে সুরজদের বাড়ির সামনে বিক্ষোভও দেখান তাঁরা৷ এর পরই শিভান্না এবং তাঁর মা বেঙ্গালুরু ছেড়ে নাগপুরে চলে আসেন৷ সেখানেই একটি হোটেলে আত্মঘাতী হন ওই যুবক৷

advertisement

সুরজের ভাই সঞ্জয় শিভান্না পুলিশকে দাদার আত্মহত্যার খবর দেন৷ পুলিশ এসে সুরজের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ অন্যদিকে, সুরজের মা এখনও আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
১ বছরেই আকাশছোঁয়া সাফল্য...! তাক লাগিয়ে দিচ্ছেন পুরুলিয়ার দুই কন্যা রোশনী আর রিমা
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Couple Death: দু মাস আগে বিয়ে, শ্রীলঙ্কায় মধুচন্দ্রিমা!দু দিনের ব্যবধানে নিজেদের শেষ করলেন বেঙ্গালুরুর নবদম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল