সমস্ত সুরক্ষাবিধি আরও একবার খতিয়ে দেখে নতুন ডিজাইনের ১০০০ টাকার নোট কিছু দিনের মধ্যেই আনবে রিজার্ভ ব্যাঙ্ক ৷ নোট জাল রুখতে ১০০০ টাকার ডিজাইনে আনা হবে বৈচিত্র্য ৷ বদলানো হবে কালার স্কিম ৷ পরিবর্তন আনা হবে নোটে ব্যবহৃত ছবিতেও ৷
৫০০ টাকার নোটে ব্যবহার করা হয়েছে লালকেল্লার ছবি ৷ দু’হাজার টাকার নোটে রয়েছে মঙ্গলযানের ছবি ৷ এছাড়া নতুন হাজার টাকার নোটের ব্লিড লাইনেও থাকবে বিশেষত্ব ৷ যাতে তা নকল করা না যায় ৷ একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়িই নতুন ১০০ ও ৫০ টাকা নোটও আনবে রিজার্ভ ব্যাঙ্ক ৷
advertisement
নোট বদল নিয়ে বিরোধীদের দাবি উড়িয়ে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় সরকার। শক্তিশালী অর্থনীতির কথা ভেবেই এই দাওয়াই। যাঁরা আড়াই লক্ষের কম টাকা জমা দেবেন তাঁরা কোনও অসুবিধায় পড়বেন না। দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। নোট বদলের প্রথম দিনেই পরিস্থিতি আঁচ করে এক হাজার টাকার নোট ছাপানোর ঘোষণাও করেছে কেন্দ্রীয় সরকার।
কালো টাকা দমনে, নোট বাতিলের সিদ্ধান্তকে শুরুতে সমর্থন জানিয়েছিল দেশ। কিন্তু, দু’দিন যেতে না যেতেই সেই জন সমর্থনে কিছুটা ধস। কেন্দ্রীয় সরকার অবশ্য অনড়।
নোট বাতিল নিয়ে সাধারণ মানুষের অসুবিধার অভিযোগ করছে বিরোধীরা। কিন্তু, বৃহস্পতিবার সরকারের সাফল্যের কথাই ঘুরিয়ে ফিরিয়ে তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অবশ্য, নোট বদলের প্রথম দিনেই পরিস্থিতি আঁচ করে ১ হাজার টাকার নোট ফের ছাপানোর ঘোষণাও করেছে ৷
ব্যাঙ্কের মাধ্যমে টাকা লেনদেনে কৃষকদের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন অরুণ জেটলি। বিশৃঙ্খলা এড়াতে সাধারণ মানুষকে ধৈর্য ধরার বার্তা দিয়েছেন তিনি।
নোট জাল ও কালো টাকার মোকাবিলায় মঙ্গলবারই ৫০০ ও ১০০০-এর নতুন বাতিল করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভাষণে তিনি জানান পুরনো নোট বদলানোর জন্য ৫০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে ৷ অথার্ৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত সমস্ত ব্যাঙ্ক ও পোস্টঅফিসে পুরনো নোট বদলানো যেতে পারে ৷ প্রধানমন্ত্রীর ঘোষণার কয়েক মুহূর্ত পরেই ৫০০ ও ২০০০ টাকার নতুন ডিজাইনের নোট বাজারে আনার কথা ঘোষণা করে রিজার্ভ ব্যঙ্ক ৷