দিল্লির কনৌট প্লেসে শুক্রবার রাতে চলে অশ্লীল ভিডিও সেই ভিডিও, নজরে আসতেই বিতর্ক শুরু হয়। ওই এলাকাটি নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের আওতায় পড়ে (এনডিএমসি)। কনৌট প্লেসের এইচ ব্লকের এলইডি বিজ্ঞাপনী বোর্ডে রাতে অশ্লীল ভিডিও চলতে শুরু করে।
আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?
advertisement
এনডিএমসির ওই বিবৃতিতে জানানো হয়, ‘ওই বিজ্ঞাপনী বোর্ডের প্যানেলগুলি আন্তর্জাতিক মানে, সেগুলি এমন একটি সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস দিয়ে সুরক্ষিত’। সেই সঙ্গে ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, ৫০টি জায়গার বিজ্ঞাপনী বোর্ড এই এনডিএমসির আওতায় পড়ে, তাই ওই বোর্ডটি কোনও বিশেষ প্রযুক্তি দিয়ে হ্যাক করা হয়ে থাকতে পারে। এই বিষয়ের আপাতত তদন্ত করছে দিল্লি পুলিশ। ঘটনাচক্রে, এই বিপত্তি ঘটার পরেই বোর্ডটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত করছে কী ভাবে হঠাৎ অশ্লীল ভিডিও চালু হল।
এর আগে গত বছর মার্চ মাসে বিহারের পটনা রেল স্টেশনে টিভিতে ৩ মিনিট ধরে অশ্লীল ভিডিও চলে, যার ফলে বিপত্তি বাঁধে। স্টেশনে উপস্থিত সকলেই এই ভিডিও দেখে চমকে যান। পরে তাঁরা জিআরপি এবং আরপিফে অভিযোগ দায়ের করেন।