গতকালই জুলাই মাসে আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের হত্যা এবং গুম করার অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷ ইউনূস সরকারের এই সিদ্ধান্তের পর পরই নয়াদিল্লির ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে৷
আরও পড়ুন: ৫০ বছর অন্তরালে, এবার সামনে এলেন বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম! বাংলাদেশে তোলপাড়
advertisement
গত বছরের ৫ অগাস্ট থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা৷ বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা৷
হাসিনা সহ তাঁর আমলের একাধিক মন্ত্রী, সরকারি কর্তা, সামরিক এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বা আইসিটি৷ ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনাকে বাংলাদেশে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ হাসিনাকে প্রত্যার্পণের জন্য গতমাসেই ভারত সরকারকে বাংলাদেশের ইউনূস সরকার একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে বলেও সূত্রের খবর৷
আমি তখন একদমই নতুন৷ এখনও নতুন৷ ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম৷ আমি তখন বুঝিনি এই মঞ্চে ওই গান গাওয়া উচিত নয়৷ আমি সেদিন নিজে থেকে গাইনি৷ এতদিন বলিনি, বা বলার সুযোগ পাইনি৷ মঞ্চের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই গানটা ধরিয়ে দিয়েছিলেন৷ আজকে আবার সেরকমই দিন৷ কিন্তু আজকে আবার সেরকমই একটি দিন৷