TRENDING:

চব্বিশের আগেই নবরূপে অযোধ্যা, চালু হবে অভিন্ন রং বিধি!

Last Updated:

নতুন বিধি অনুযায়ী, প্রকারভেদে ভবনের রং আলাদা হতে চলেছে। অর্থাৎ শহরের সমস্ত বাড়ি, মন্দির, ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকান, ঐতিহাসিক জায়গার জন্য আলাদা রং নির্ধারিত হবে। কোন প্রতিষ্ঠান বা ভবনের রং কী হবে, তা নির্ণয় করার দায়িত্বে রয়েছে অযোধ্যায় উন্নয়ন পর্ষদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: গোলাপি শহর জয়পুরের কথা সবাই জানেন। এবার অযোধ্যাতেও চালু হতে চলেছে অভিন্ন রং বিধি। নতুন বিধি অনুযায়ী, প্রকারভেদে ভবনের রং আলাদা হতে চলেছে। অর্থাৎ, শহরের সমস্ত বাড়ি, মন্দির, ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকান, ঐতিহাসিক জায়গার জন্য আলাদা রং নির্ধারিত হবে।
advertisement

কোন প্রতিষ্ঠান বা ভবনের রং কী হবে, তা নির্ণয় করার দায়িত্বে রয়েছে অযোধ্যায় উন্নয়ন পর্ষদ। এখনও পর্যন্ত কোন ভবনের জন্য কী রং হবে, তা চূড়ান্ত হয়নি। তবে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সূত্রের খবর।

অযোধ্যা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশাল সিং এ ব্যাপারে বলেন, "বাণিজ্য়িক, আবাসিক, ধর্মীয় এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনুযায়ী প্রতিটি ভবনের রং আলাদা হবে। কোন ধরনের ভবনের কী রং হবে, সেটা আমরা এখনও চূড়ান্ত করতে পারিনি। তবে রাম জন্মভূমি এবং তার সংলগ্ন সমস্ত মন্দিরের রং হবে গেরুয়া।"

advertisement

আরও পড়ুন- ৩৬ বছর পর মেসির হাতেই বিশ্বসেরা মারাদোনার দেশ, নীল সাদা আকাশের পুরোটাই আর্জেন্টিনা!

সূত্র মারফৎ জানা গিয়েছে, রাম মন্দিরগামী রাস্তা ছাড়াও, ফৈজাবাদ শহরের সাদাতগঞ্জ থেকে সরযূ নদীর তীর পর্যন্ত সমস্ত ব্যক্তিগত ভবন গেরুয়া রংয়ের করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্দিরের নিরাপত্তার জন্য ৫০ মিটারের দ্বিস্তরীয় দেওয়াল থাকছে বলে জানিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র।

advertisement

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই খুলে যাবে মন্দিরের দরজা। কিন্তু তার আগেই অযোধ্যাকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ শেষ করতে চায় প্রশাসন। আর সে জন্যই এখন থেকে অযোধ্যায় সাজো সাজো রব। রামমন্দির ভূমি পূজনের পর থেকেই নানা আয়োজন চলছে জোরকদমে।

আরও পড়ুন- চাকরি যাওয়া ম্যানেজার থেকে বিশ্বকাপ জেতা কোচ! স্কালোনিতে ডুবে গোটা আর্জেন্টিনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভারতীয় রেলওয়ে ঘোষণা করেছে, 'যাত্রী সুবিধা যোজনা'র আওতাভুক্ত অযোধ্যা রেল স্টেশনকে নতুন করে সাজানো হবে। এই স্টেশন তৈরির জন্য বরাদ্দ হয়েছে মোট ১০০ কোটি টাকা। উত্তর রেলের দায়িত্বপ্রাপ্ত আশুতোষ গঙ্গল জানান, "অযোধ্যা রেল স্টেশনকে সাজানোর পরিকল্পনা আগে থেকেই ছিল। এবারে একেবারে মন্দিরের ছাপ থাকবে স্টেশনে। এখানে নামলেই মনে হবে দেবতার স্থানে এসেছেন। যার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২১-২২ সালে ৫০ কোটি টাকা খরচ করা হবে। বাকি ৫০টা ধীরে ধীরে কাজে লাগানো হবে।"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চব্বিশের আগেই নবরূপে অযোধ্যা, চালু হবে অভিন্ন রং বিধি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল