নতুন এই নীতি যদি বাস্তবায়িত করতে সফল হয় কেন্দ্রীয় সরকার, তাহলে আগামী দিনে কিছুটা হলেও স্বস্তি পাবে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ৷ অধিকাংশ বিমানবন্দর জাতীয় বা রাষ্ট্রীয় নায়কদের নামে নামকরণ করার প্রচলন রয়েছে দেশে ৷ তাই বিমান চলাচল মন্ত্রণালয়কে মাঝেমধ্যেই রাজনৈতিক দলগুলি চাপ দেয় তাঁদের দলের কোনও বিশিষ্ট ব্যক্তির নামে বিমানবন্দরের নাম বদল করতে ৷ তবে এই নতুন নীতি যদি চালু করা হয় তবে রাজনৈতিক দলগুলির এই অন্যায় দাবির ইতি হবে বলে মনে করা হচ্ছে ৷ সম্প্রতি বেঙ্গালুরু বিমানবন্দরের নাম বদল করে টিপু সুলতান রাখার দাবি জানিয়েছিলেন প্রয়াত গিরিশ কারনাড ৷ গত বছরে দিল্লি বিমানবন্দরে নাম বদলে মহাত্মা গান্ধির নামে নামকরণ করার দাবিকে ঘিরে বিতর্ক শুরু হয় দেশের বিভিন্ন মহলে ৷ নেতাদের নাম অনুযায়ী বিমানবন্দরের নামকরণ করতে সমস্যার সম্মুখীন হতে হয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে ৷ তবে সরকারের এই নতুন নীতি নামকরণ আর নামবদলের এই রাজনীতিকে শেষ করতে সফল হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷
advertisement