TRENDING:

দলীয় কোন্দল ছেড়ে ঐক্যের ছবি, অখিলেশের রথযাত্রা খুলল জোটের দরজা

Last Updated:

বিকাশ রথযাত্রার মঞ্চ থেকে জোটের দরজা খোলা রেখেই প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: বিকাশ রথযাত্রার মঞ্চ থেকে জোটের দরজা খোলা রেখেই প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ যদিও জোটের চুড়ান্ত সিদ্ধান্ত তিনি ছেড়ে দিলেন বাবা তথা নেতাজি মুলায়ম সিং যাদব ৷
advertisement

আসন্ন উত্তপ্রদেশে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির তরফে প্রচার যাত্রা শুরু করল অখিলেশের ‘বিকাশ রথ’ ৷ রথযাত্রার মঞ্চে ঐক্যের বার্তা ৷ গত দিনকয়েক যাদবকুলে যে দ্বৈরথ চলেছে তা পিছনে ফেলে এদিন এক মঞ্চে দেখা গেল মুলায়ম,শিবপাল ও অখিলেশ যাদবকে ৷

অনুষ্ঠানে অখিলেশকে সমর্থন করতে শিবপালের আগমন নেতাজিরই মাস্টারস্ট্রোক ৷ গত কয়েকদিনে সপা-র কোন্দল সামনে আসায় ক্ষতিগ্রস্থ হয়েছে ভাবমূর্তি ৷ সেই ভাবমূর্তি মেরামতিতেই ত্রয়ীর একসঙ্গে মঞ্চে আগমন ৷ এদিন প্রকাশ্য মঞ্চে বিকাশ রথযাত্রার জন্য অখিলেশকে শুভেচ্ছা জানান কাকা শিবপাল যাদব ৷ যদিও অখিলেশ বক্তৃতা চলাকালীন একবারও মুখে আনেননি শিবপালের নাম ৷

advertisement

রথযাত্রা শুরু আগে অখিলেশ নিজের ভাষণে বলেন, ‘কোনও জোট অথবা মহাগাঁটবন্ধন হবে কিনা তা সিদ্ধান্ত নেবেন নেতাজি ৷’ একইসঙ্গে নির্বাচনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী অখিলেশ বলেন, নতুনদের নিয়ে আবার সরকার গড়বে সপা ৷

হাইটেক হাইড্রোলিক লিফট যুক্ত মার্সিডিজে নিজের বিকাশ রথযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ কিন্তু রথযাত্রা শুরু এক ঘণ্টার মধ্যেই যান্ত্রিক গোলযোগে থমকে যায় রথ ৷ তখন সেই গাড়ি ছেড়ে নিজের গাড়িতে করে রওনা দেন অখিলেশ ৷

advertisement

বিকাশ সফরের প্রথম দিনে প্রায় ৭৫ কিমি পথ যাত্রাপথ পাড়ি দেওয়ার কথা অখিলেশের ৷ বৃহস্পতিবারের এই রথযাত্রা উপলক্ষে বন্ধ উন্নাওয়ের সমস্ত স্কুল ৷

advertisement

সমাজবাদী পার্টির সদস্য না হলেও তাঁর সঙ্গে এই বিকাশ রথযাত্রায় সামিল হবেন বেশ কিছু নেতা ৷ যাদের কিছুদিন আগেই বরখাস্ত করেছেন শিবপাল যাদব ও সমাজবাদী পার্টির সভাপতি, মুলায়ম সিং যাদব ৷

এদিন সকালেও সমাজবাদী পার্টির বিভিন্ন নেতাদের অনুগামীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ লখনউতে রথযাত্রার আগে সমর্থকদের মধ্যে ব্যাপক গন্ডগোল হয় ৷

advertisement

দলের অন্দরে ঐক্যের বার্তা দিতে শিবপালের মন্তব্য, ‘সঙ্ঘবদ্ধ হোন ৷ বিজেপি-কে হারানোই একমাত্র লক্ষ্য এখন ৷’ নির্বাচনের আগে যাদব কুলের অন্তর্দ্বন্দ্বে বিরোধীরা যাতে ফায়দা না তুলতে পারে তাই জন্য ময়দানে নেমেছিলেন স্বয়ং নেতাজি মুলায়ম সিং যাদব ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত মাসের শেষে যাদব পরিবারের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে ৷ মুলায়ম-অমর ঘনিষ্ঠ শিবপাল যাদব সহ চার মন্ত্রীকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এর ঘণ্টা খানেকের মধ্যেই ছেলের সবচেয়ে কাছের সহযোগী রামগোপাল যাদবকে দল থেকে বহিষ্কার করেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব। অখিলেশ ঘনিষ্ঠ সপা নেতা রামগোপাল যাদব শিবপালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করায় তাঁকে পার্টি থেকে বহিষ্কার করা হয় ৷ একইসঙ্গে অখিলেশ অনুগামী উদয় বীরকেও দল থেকে বরখাস্ত করা হয় ৷ তবে অখিলেশের অনড় মনোভাব খানিকটা প্রশমিত হয় মুলায়ম সিং যাদবের মধ্যস্থতায় ৷ পরে বহিষ্কৃত মন্ত্রীদের ফিরিয়ে নেন অখিলেশ যাদব ৷

বাংলা খবর/ খবর/দেশ/
দলীয় কোন্দল ছেড়ে ঐক্যের ছবি, অখিলেশের রথযাত্রা খুলল জোটের দরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল