১। ছবির এই দুই খুদে এখন আর খুদেটি নেই।
২। একজন বলিউডে পা রাখতে চলেছেন খুব শীঘ্রই, অন্য জন অভিনয় করবেন না বলে জানিয়েছেন। আপাতত পরিবারের দুই সদস্যকে নিয়ে একটি পডকাস্ট করছেন তিনি।
৩। বলিউডের প্রথম সারির দুই তারকার নাতি-নাতনি তাঁরা।
৪। এঁদের মধ্যে একজন বলিউডে আত্মপ্রকাশ করছেন জোয়া আখতারের 'দ্য আর্চিজ'-এর হাত ধরে।
advertisement
আরও পড়ুন: বলেছিলাম তুই যেদিন আমার বয়সি হবি, বড় নায়িকা হবি, ঐন্দ্রিলার স্মৃতিচারণে অঙ্কুশ
আরও পড়ুন: হাসপাতালে প্রথম আলাপ, অগাধ সম্মান জেগেছিল, সেই ঐন্দ্রিলা নেই? গলা ধরে এল গৌরবের
এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাদের কথা হচ্ছে। ছবির দুই খুদে অগস্ত্য নন্দা এবং নভ্যা নভেলী নন্দা। অমিতাভ এবং জয়া বচ্চনের নাতি এবং নাতনি।
বুধবার ২২-এ পা রাখলেন অগস্ত্য। ভাইয়ের জন্মদিনে শৈশবের লেন্সবন্দি মুহূর্তকে সকলের সঙ্গে ভাগ করে নিলে নভ্যা।
আর বেশি দেরি নেই। জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ' দিয়ে বলিউডে হাতেখড়ি হবে অগস্ত্যের। এই ছবিতে আরও দুই তারকা-সন্তান সুহানা খান এবং খুশি কাপুরকে তাঁর সঙ্গে দেখা যাবে।