TRENDING:

ছবির দুই খুদে বর্তমানে বলিউডের বিখ্যাত মুখ, দেখুন তো চিনতে পারেন কি না

Last Updated:

বলিউডের অন্যতম এক প্রভাবশালী পরিবারের সঙ্গে যোগ রয়েছে তাঁদের। ঠিক ধরতে পারছেন না, তাই তো? আপনার সুবিধার জন্য কয়েকটা সূত্র দেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভালবেসে দিদির গালে চুমু এঁকে দিচ্ছে ভাই। লেন্সবন্দি হচ্ছে মিষ্টি মুহূর্তরা। কিন্তু ছবির এই খুদে কে জানেন? বলিউডের অন্যতম এক প্রভাবশালী পরিবারের সঙ্গে যোগ রয়েছে তাঁদের। ঠিক ধরতে পারছেন না, তাই তো? আপনার সুবিধার জন্য কয়েকটা সূত্র দেওয়া যাক।
advertisement

১। ছবির এই দুই খুদে এখন আর খুদেটি নেই।

২। একজন বলিউডে পা রাখতে চলেছেন খুব শীঘ্রই, অন্য জন অভিনয় করবেন না বলে জানিয়েছেন। আপাতত পরিবারের দুই সদস্যকে নিয়ে একটি পডকাস্ট করছেন তিনি।

৩। বলিউডের প্রথম সারির দুই তারকার নাতি-নাতনি তাঁরা।

৪। এঁদের মধ্যে একজন বলিউডে আত্মপ্রকাশ করছেন জোয়া আখতারের 'দ্য আর্চিজ'-এর হাত ধরে।

advertisement

আরও পড়ুন: বলেছিলাম তুই যেদিন আমার বয়সি হবি, বড় নায়িকা হবি, ঐন্দ্রিলার স্মৃতিচারণে অঙ্কুশ

আরও পড়ুন: হাসপাতালে প্রথম আলাপ, অগাধ সম্মান জেগেছিল, সেই ঐন্দ্রিলা নেই? গলা ধরে এল গৌরবের

এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাদের কথা হচ্ছে। ছবির দুই খুদে অগস্ত্য নন্দা এবং নভ্যা নভেলী নন্দা। অমিতাভ এবং জয়া বচ্চনের নাতি এবং নাতনি।

advertisement

বুধবার ২২-এ পা রাখলেন অগস্ত্য। ভাইয়ের জন্মদিনে শৈশবের লেন্সবন্দি মুহূর্তকে সকলের সঙ্গে ভাগ করে নিলে নভ্যা।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

আর বেশি দেরি নেই। জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ' দিয়ে বলিউডে হাতেখড়ি হবে অগস্ত্যের। এই ছবিতে আরও দুই তারকা-সন্তান সুহানা খান এবং খুশি কাপুরকে তাঁর সঙ্গে দেখা যাবে।

বাংলা খবর/ খবর/দেশ/
ছবির দুই খুদে বর্তমানে বলিউডের বিখ্যাত মুখ, দেখুন তো চিনতে পারেন কি না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল