News18-IPSOS exit poll রেজাল্টে দেখা যাচ্ছে, নবীন পট্টনায়েকের দল লোকসভা ভোটে ১২ থেকে ১৪টি আসন পাচ্ছে ওডিশায়৷ বিজেপি ৬ থেকে ৮টি আসন পাচ্ছে৷ ২০১৪ সালে ওডিশায় ২১টি লোকসভা আসনে মধ্যে বিজেডি৷ ২০১৯-এ বুথ ফের সমীক্ষায় আসন কমতে পারে নবীনের দলের৷ ২০১৪ সালে কংগ্রেস খাতা খুলতেই পারেনি ওড়িশায়৷ এ বার ১টি আসন জুটতে পারে কংগ্রেসের৷
advertisement
India Today Axis বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেডি পাবে ২টি থেকে ৬টি আসন৷ সে ক্ষেত্রে বিজেপি ১৫ থেকে ১৯টি আসন পাচ্ছে ওড়িশায়৷ কংগ্রেস একটি বা শূন্যো হতে পারে৷
বিধানসভায় ১৪৭টি আসন ও লোকসভার ২১টি আসনের ওড়িশায় এখন একটাই প্রশ্ন, নবীন পট্টনায়েকের একাধিপত্য কি বজায় থাকবে? গত ৪টি বিধানসভায় যে ভাবে হইহই করে জিতেছে বিজু জনতদল, এ বারের নির্বাচন সেই তুলনায় কঠিনতম লড়াই বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ বিজেপি-র সঙ্গে কড়া টক্কর চলবে বিজেডি-র৷ ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনে জিতেছিল বিজেডি৷ লোকসভায় ২০টি আসন পেয়েছিলেন নবীন পট্টনায়েক৷ কংগ্রেস মাত্র ১৬টি বিধানসভা আসন জিতেছিল৷
এ বারের বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেডি-র ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বিজেপি৷ কারণ রাজ্যের বেশির ভাগ অংশেই লড়াইটা হয়েছে বিজেডি বনাম বিজেপি৷ ২৩ মে সব অঙ্ক পরিস্কার হয়ে যাবে৷